ভোরের কোকিল সাহিত্য পরিষদের কবি সম্মেলন ২০২১ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, November 10, 2021

ভোরের কোকিল সাহিত্য পরিষদের কবি সম্মেলন ২০২১

 



ভোরের কোকিল সাহিত্য পরিষদের কবি সম্মেলন ২০২১

 

 

যুথিকা ডেস্ক, কলকাতা : ৭ নভেম্বর সাহিত্যবন্ধু সোমনাথ নাগের ব্যাবস্থাপনায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত ভোরের কোকিল সাহিত্য পরিষদের উদ্যোগে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ভোরের ককিল কবি সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হলো।

    অনুষ্ঠানে ১২০ জন  কবিকে ভোরের কোকিল কবি সম্মাননা ২০২১ প্রদান করা হয়। এইদিন ভোরের কোকিলের সাহিত্য পত্রিকার দীপাবলি সংখ্যা ছাড়াও কবি তাপস কুমার বরের কাব্য সংকলন 'অবিনশ্বর' এবং সাহিত্যিক আশীষ মণ্ডলের যাত্রাগ্রন্থ 'মন মানেনা খাঁচার পাখি'র মোড়ক উন্মোচন করা হয়।

    এদিন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষক কবি দেবপ্রসাদ বসু, একাডেমির প্রধান ও একাডেমি অনুমোদিত মেঘদূত নামক একটি সাহিত্য পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, একাডেমির চেয়ারম্যান তথা পরমাণু কাব্যের উদ্ভাবক কবি সোমনাথ নাগ, একাডেমি অনুমোদিত আরেকটি সাহিত্য পত্রিকার সুশান্ত ঘোষ, একাডেমির ভাইস চেয়ারম্যান ও একাডেমি অনুমোদিত দীপায়ন নামক একটি সাহিত্য পত্রিকার সম্পাদিকা শিলা বৃষ্টি প্রমুখ। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোমনাথ নাগ। সঞ্চালনা করেন মদন মণ্ডল।

    পত্রিকার সম্পাদক বলেন, "বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির সহায়তা ছাড়া আমার এই অনুষ্ঠান প্রায় ১৫০ কিমি দূর থেকে কলকাতায় এসে করা অসম্ভব ছিল।"

 


No comments:

Post a Comment