‘শব্দেরা স্বাধীন’-এর কবি সম্মেলন ও সম্মাননা প্রদান - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Tuesday, November 2, 2021

‘শব্দেরা স্বাধীন’-এর কবি সম্মেলন ও সম্মাননা প্রদান

 



শব্দেরা স্বাধীন-এর কবি সম্মেলন ও সম্মাননা প্রদান

 

 

 

যুথিকা ডেস্ক, কলকাতা : ৩১ অক্টোবর, সাহিত্যবন্ধু সোমনাথ নাগের ব্যাবস্থাপনায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির অধিন শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার উদ্যোগে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল স্ট্রাস্টের হলে কবিতা উৎসব তথা কবি সম্মেলন অনুষ্ঠিত হল। সেখানে বিশেষ অতিথি হিসাবে বিশিষ্টদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষক বর্ষিয়ান কবি দেবপ্রসাদ বসু, পরমাণু কাব্য ঘরাণার উদ্ভাবক তথা একাডেমির চেয়ারম্যান সোমনাথ নাগ, একাডেমির প্রধান উপদেষ্টা সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, তরুণ কবি-সাহিত্যিক, দুই বাংলায় সমাদৃত কৃষ্টিগত সাময়িকী 'অনুভূতির কথায়' ও পাক্ষিক ই-কাগজ বুলবুলের বৈঠকখানার সম্পাদক হামিম হোসেন মণ্ডল (বুলবুল), কবি সুশান্ত ঘোষ, কবি বীরেন আচার্য্য, প্রকাশক নিগমানন্দ মণ্ডল প্রমুখ। অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে প্রত্যেকে মূল্যবান বক্তব্য রাখেন।

এইদিন শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ছাড়াও পরমাণু কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের লেখা নিয়ে পরমাণু কাব্যগ্রন্থ 'শব্দ শনি' এবং শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মনোরঞ্জন আচার্য্যের মস্তিষ্ক প্রসুত অক্ষর সোপান ও ঘন্টচক্র কাব্য ঘরাণার বই 'সময়ের বার্তা' 'ঘন্টচক্র'-এর মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশিত সমস্ত বই যুথিক সাহিত্য পত্রিকার প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে।

অনুষ্ঠানে পূর্ব মনোনীত ১২ জন কবিকে সম্পাদকের স্বর্গিয় পিতৃদেবের স্মৃতির উদ্দেশে তাঁর নামাঙ্কিত দিঁবাকর আচার্য্য স্মৃতি পুরস্কার ও সম্মাননা প্রদান করা ছাড়াও ৩০ জন কবিকে শব্দেরা স্বাধীন কবিরত্ন সম্মাননা প্রদন করা হয় এবং ৯০ জন কবিকে কলম সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা, কবিতা প্রসঙ্গে বিশিষ্ট অতিথিদের বক্তব্য, কবিতা পাঠ সবমিলিয়ে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী দেবীকা বন্দ্যোপাধ্যায়। সভাপতিত্ব করেন সোমনাথ নাগ। সম্মাননা প্রদানের সময় নিজগুণে নিজের হাতে সঞ্চালনার দায়িত্ব তুলে নিয়ে সময়ের মধ্যে বিষয়টি সামাল দেন সোমনাথ বাবু।

 


No comments:

Post a Comment