জঙ্গীপুর শিল্প-সাহিত্য উৎসব : পত্রিকা প্রকাশ ও সম্মাননা প্রদান - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Friday, February 18, 2022

জঙ্গীপুর শিল্প-সাহিত্য উৎসব : পত্রিকা প্রকাশ ও সম্মাননা প্রদান

 


জঙ্গীপুর শিল্প-সাহিত্য উৎসব : পত্রিকা প্রকাশ ও সম্মাননা প্রদান

 

 

যুথিকা ডেস্ক, জঙ্গীপুর : জঙ্গীপুর সাহিত্য সমন্বয় পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপী জঙ্গীপুর শিল্প-সাহিত্য উৎসব ২০২২ অনুষ্ঠিত হলো জঙ্গীপুরে সাজুর মোড়ে, এ.এম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে। এবার ২য় বর্ষের এই জঙ্গীপুর শিল্প-সাহিত্য উৎসবের সূচনা হল ১৩ ফেব্রুয়ারি

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসাবে আয়োজক সংগঠনের মুখ্য উপদেষ্টা তথা  জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান, প্রধান অতিথি পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য এ্যাকাডেমির চেয়ারম্যান তথা বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি, বিশেষ অতিথি জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা কবি অরুণ কুমার চক্রবর্তী, সভামুখ ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের মেন্টর তথা আয়োজক পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সোহরাব। এছাড়া সম্মানীয় অতিথিরা ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যা সুজাতা বাগচি ব্যানার্জি, বিশিষ্ট লোকশিল্প গবেষক-অধ্যাপক ড. শক্তিনাথ ঝাঁ, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সেখ মহম্মদ ফুরকান, জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপারইনটেনডেন্ট ড. ভোলানাথ পান্ডে, ফরাক্কার এসডিপিও ওয়াসিম খাঁন প্রমুখ।

অতিথি বরণ, প্রদীপ প্রজ্জ্বলনের পর উদ্বোধনী সংগীত পরিবেশন করে সপ্তক সংগীত মহাবিদ্যালয়। নৃত্য প্রদর্শন করেন ঊর্বশী চৌধুরী। এরপর সংগঠনের সাংস্কৃতিক মুখপত্রের আত্মপ্রকাশ ঘটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় উত্তরের সিঁড়ি সাহিত্য পত্রিকা।

সেদিন ক্ষেত্র বিশেষে অবদানের জন্য মনোনীত উপস্থিত কয়েকজনকে অতিথিদের হাত দিয়ে নূর স্মৃতি সম্মান-২০২২ তুলে দেওয়া হয়। এই সম্মানা পেলেন - সাহিত্যক্ষেত্রে চন্দ্রপ্রকাশ সরকার ও নীহারুল ইসলাম, শিল্পকলায় মুজিবর রহমান ও বাসবী চৌধুরী, শিক্ষাক্ষেত্রে মহঃ সাবির চাঁদ ও আনুয়ারুল ইসলাম এবং সমাজসেবা কমল কুমার মিশ্র ও রামকৃষ্ণ সিংহ। এছাড়াও ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে। এদিন কবিতা পাঠ করেন নাসির ওয়াদেন, জিৎ পাত্র সহ বেশ কয়েকজন কবি। সন্ধ্যার সময় বেগম রোকেয়া নামে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

খুশি হয়ে নজরুল সম্পর্কিত সংগ্রহশালা 'রামনগর নজরুল অ্যাকাডেমী'র শ্রীবৃদ্ধির জন্য ইউসুফ আলীর হাতে ব্যক্তিগত ট্রাস্ট নূর মহম্মদ সমিতি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এক লক্ষ টাকার অনুদান চেক তুলে দেন ট্রাস্টের সেক্রেটারি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। উল্লেখ, অত্যন্ত দরিদ্র নজরুলপ্রেমী ইউসুফ আলী নিজের উদ্যোগেই রামনগরে নিজের জরাজীর্ণ ঘরে গড়ে তুলেছেন এই সংগ্রহশালাটি।



দ্বিতীয় অর্থাৎ শেষদিন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে চারটি পর্বে কবিতাপাঠ, আবৃত্তি, সংগীত ও শুভেচ্ছাবার্তার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সবাই ছিলেন আমন্ত্রিত। অংশগ্রহণকারীদের স্মারক সম্মানে ভূষিত করা হয়। স্মারক সম্মানে ভূষিত হলেন অনুভূতির কথায় কৃষ্টিগত সাময়িকী ও পাক্ষিক ই-কাগজ বুলবুলের বৈঠকখানার সম্পাদক-প্রকাশক হামিম হোসেন মণ্ডল। এছাড়াও কবিতাপাঠ করে সম্মানীত হলেন মোঃ জিকরাউল হক, মীর শাহনাজ খাতুন, আব্দুস সালাম, সবুজ বার্তার সম্পাদক রহমতুল্লাহ, মোঃ ইমরান হোসেন প্রমুখ। সমন্বয় পুরস্কার-২০২২ পেলেন সম্পাদনা ক্ষেত্রে অভিজিৎ রায়, নতুনমুখ হিসাবে রিজিয়া সুলতানা এবং মরণোত্তর ছোটন সিংহ।

এই মঞ্চেই প্রকাশ পেল ষষ্ঠী কুমার দাস সম্পাদিত শ্রদ্ধাঞ্জলী সাহিত্য পত্রিকার সংখ্যা। এদিনও বিকেলে কলকাতার গঙ্গা ঘাটের গল্প নামে একটি তথ্যচিত্র প্রদর্শনিত হয়। সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক গোলাম কাদের, প্রচ্ছদ শিল্পী অমরজিৎ মণ্ডল, সোমনাথ কর, মোঃ দাউদ হোসেন প্রমুখরা।

 


No comments:

Post a Comment