সম্পাদকের জন্মদিনে ফেসবুক লাইভে বিশেষ অনুষ্ঠান - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, February 6, 2022

সম্পাদকের জন্মদিনে ফেসবুক লাইভে বিশেষ অনুষ্ঠান

 




সম্পাদকের জন্মদিনে ফেসবুক লাইভে বিশেষ অনুষ্ঠান


 

যুথিকা ডেস্ক, বহরমপুর : স্কুল-কলেজ খুলতে শুরু করেছে। বিধিনিষেধ মেনে অনুষ্ঠান ভবনে সাহিত্য-সংস্কৃতির অনুষ্ঠান হচ্ছে। হাতে সময় কমলেও ভার্চুয়াল অনুষ্ঠানগুলির প্রয়োজনীয়তা কিন্তু একটুও কমেনি। লকডাউনে সাহিত্য-সংস্কৃতির নতুন দিগন্তখুলে দিয়েছে ফেসবুকে লাইভ অনুষ্ঠান। লকডাউনের সময় গৃহবন্দি অবস্থায় পাওয়া অতিরিক্ত অবসর সময়ই অনেককে ভার্চুয়ালে হাতেখড়ি থেকে শুরু করে তাতে সরগল হতে শিখিয়েছে।

এমনি একটি সাহিত্য-সংস্কৃতির মাধ্যম কৃষ্টিগত সাময়িকী 'অনুভূতির কথায়', যেটি প্রথম নিয়মিত ফেসবুক লাইভ অনুষ্ঠান শুরু করে। এটি বার্ষিক মুদ্রিত সাহিত্য পত্রিকার পাশাপাশি ৩০ এপ্রিল ২০২০ থেকে ফেসবুক পেইজে কোনো সাময়িকী বা সাহিত্য পত্রিকা সর্ব প্রথম দৈনিক লাইভ অনুষ্ঠান শুরু করেছে। এই পেইজেই অনেকের প্রথম লাইভ শুরু।

লকডাউন কাটালে প্রতি শুক্রবার একক (উপস্থাপিকা গৌরী ভট্টাচার্য) ও সোমবার সাক্ষাৎকারমূলক ভার্চুয়াল লাইভ অনুষ্ঠান চলছে। ৩১ জানুয়ারি ছিল এই সাময়িকীর সম্পাদক তথা পেইজের এডমিন তথা কর্ণধার হামিম হোসেন মণ্ডলের শুভ জন্মদিন। এই উপলক্ষ্যে মধুমিতা বসুর সঞ্চালনায় দিনটিতে বিশেষ লাইভে অতিথি ছিলেন আকাশবাণী কলকাতার উপস্থাপিকা (আরজে) দেবোপমা মিশ্র। ২০১১সাল থেকে তিনি আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত। তিনি প্রথমেই পেইজটি ও সম্পাদককে উৎসর্গ করে 'তোমায় হৃদমাঝারে রাখবো ছেড়ে দেবো না' সংগীতটি দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর নিজের লেখা ও সুর করা একটি সংগীত, লোকগীতি, রবীন্দ্রগীতি পরিবেশন করেন এবং আকাশবাণী ও সাংবাদিকতার শিক্ষকতা নিয়ে কিছু কথা বলেন। তিনি একটি মহিলাদের কলেজে সাংবাদিকতার পাঠদান করেন। তাঁর লেখা 'সাংবাদিকতার প্রথম পাঠ' নামে একটি ব‌ইও প্রকাশিত হয়েছে।

তিনি হামিম সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন,

'ডাউন টু ওয়ার্ডস্। কখনো কখনো মনেহয় যে কিছু লেখকদের এক-দুটো কবিতা লেখার পর তাদের মধ্যে একটুখানিও অহংবোধ চলে আছে। কিন্তু হামিমদা একদম‌ই সেরকম নয়। তিনি ভীষণ আন্তরীক, তাঁর ব্যবহার পোলাইটলি (সুশীল, ভদ্র, নম্র)।'
        ঝুমুর গান দিয়ে মনমুগ্ধভাবে গোটা অনুষ্ঠানটি সমাপ্ত হয়। দর্শকদের জন্য তিনি বলে যান,
নিজের জন্য এবং অন্যের জন্যেও সবসময় ধনাত্মক চিন্তাভাবনা রাখতে এবং সব কাজে উৎসাহ দিতে।


 


No comments:

Post a Comment