‘লেখ্যভূমি সাহিত্য পত্রিকা’র কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

juthika

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

48510280232_eaaf23cf8d_b

Home Top Ad

728x90_4

Post Top Ad

Saturday, January 29, 2022

demo-image

‘লেখ্যভূমি সাহিত্য পত্রিকা’র কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ

45700909725_a16c75b8b5_o

 

.com/img/a/


লেখ্যভূমি সাহিত্য পত্রিকার কবি সম্মেলন ও গ্রন্থ প্রকাশ

 

 

যুথিকা ডেস্ক, কলকাতা : ২৯ জানুয়ারি, কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে করোনা বিধিনিষেধ মেনে  বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত লেখ্যভূমি সাহিত্য পত্রিকার উদ্যোগে লেখ্যভূমির কবি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হলো।

এই অনুষ্ঠানে ৬৫ জন  কবিকে লেখ্যভূমি সম্মাননা ২০২২ প্রদান করা হয়। এইদিন অনুষ্ঠানে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠে অংশ নেন, তাদের  হাতে মেমেন্টো, শংসাপত্র ও যৌথ সংকলন তুলে দেওয়া হয়। এইদিন লেখ্যভূমি পত্রিকা থেকে তন্ময় হালদার সম্পাদিত ৬৫ জন কবির লেখা নিয়ে যৌথ কাব্য সংকলন দীপ জেলে যাই-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও কবি কাকলি বিশ্বাসের ফিরে যাও কথাকলি, কবি স্বপ্না মুখার্জীর শিমুল কাঁটা, কবি বিক্রম সরকারের অনুভূতির চিত্রপট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

এদিন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির চেয়ারম্যান ও পরমাণু শৈলীরর উদ্ভাবক কবি সোমনাথ নাগ, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রধান উপদেষ্টা কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, প্রধান পৃষ্ঠপোষক তথা সপ্তশব্দক কাব্যশৈলীর প্রবর্তক বর্ষিয়ান কবি দেবপ্রসাদ বসু, বিশিষ্ট ক্রিড়া গবেষক ও সংবাদিক সুমিত গাঙ্গুলী, স্বস্তিকা পত্রিকার  সম্পাদিকা অনামিকা দে, লেখ্যভূমির সম্পাদক তন্ময় হালদার ও সভাপতি কল্লোল সরকার প্রমুখ। 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পত্রিকার সদস্যরা। সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, সঙ্গীত সবমিলিয়ে অনুষ্ঠানটি বর্ণাঢ্য রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যবন্ধু কবি সোমনাথ নাগ। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সঞ্চালনা করেন কবি বিশ্বজিৎ পোদ্দার।

 


No comments:

Post a Comment

Notice

Contact Form

Name

Email *

Message *