কবি বন্দে আলি মিঁয়া স্মরণ ও পদক সম্মান প্রদান - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Saturday, February 5, 2022

কবি বন্দে আলি মিঁয়া স্মরণ ও পদক সম্মান প্রদান

 



কবি বন্দে আলি মিঁয়া স্মরণ ও পদক সম্মান প্রদান

 

 

যুথিকা ডেস্ক, বহরমপুর : সম্প্রতি স্বনামধন্য বাংলাদেশি কবি বন্দে আলি মিঁয়ার স্মরণ ও সাহিত্য-সংস্কৃতি জগতের কিছু গুণী ব্যক্তিত্বকে 'বন্দে আলি মিঁয়া পদক সম্মান' প্রদান করা হলো মুর্শিদাবাদের বহরমপুরে। ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাবনা জেলায় তাঁর জন্ম, পরে সেটি পাকিস্তান এবং পরে বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়। ১৯৭৯ সালের ২৫ জুন কবির মৃত্যুদিন। সুতরাং, জানুয়ারি মাসের সঙ্গে কবির জন্ম-মৃত্যুর সম্পর্ক না থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে বিলম্বিত হতে হতে ৩১ জানুয়ারি বহরমপুরে সেন্টজন এ্যাম্বুলেন্স ভবনের কক্ষে 'কবি বন্দে আলি মিঁয়া স্বরণে' এক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজন করে নদিয়ার রাণাঘাটের 'রবীন্দ্র-নজরুল-সুকান্ত অ্যাকাডেমি'। তাতে সহযোগিতা করে 'কলকাতা লোকসংস্কৃতি পরিষদ'। এই সাহিত্য সম্মেলনে উপস্থিত ছিলেন বিশেষত মুর্শিদাবাদ-নদিয়া জেলার কবি-সাহিত্যিক ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমীরা। গ্রাম বাংলার সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিদেরকে 'বন্দে আলি মিঁয়া পদক সম্মান'-এ ভূষিত করে আয়োজক সংস্থা। নিজের জন্মদিনেই এই সম্মান পেলেন কবি-লেখক ও পত্রিকা সম্পাদক হামিম হোসেন মণ্ডল। মাত্র তিন বছর লেখালিখি জগতে প্রবেশ করে এই সম্মান পেলেন শিকারপুর উচ্চ উচ্চতর বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক নদিয়ার করিমপুরের বাসিন্দা দীপক সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন গবেষক স্বপন কুমার দাস, বিশেষ অতিথি সাহিত্যিক জগন্ময় মিশ্র এবং সম্মানীয় অতিথি ছিলেন সাহিত্য সংগঠক সৈয়দ শীষমহাম্মদ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত শিল্পী দেবব্রত দত্ত, সভাপতিত্ব করেন শিল্পী দিলীপ মণ্ডল এবং সঞ্চালনা করেন সংবাদকর্মী বিধান ঘোষ।



No comments:

Post a Comment