আনন্দমেলা কবি সম্মেলন ২০২১
যুথিকা ডেস্ক, কলকাতা : ২৩ অক্টোবর সাহিত্যবন্ধু সোমনাথ নাগের
ব্যাবস্থাপনায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির আনন্দমেলা সাহিত্য পত্রিকার
উদ্যোগে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আনন্দমেলা কবি সম্মেলন ২০২১ অনুষ্ঠিত
হলো।
এই অনুষ্ঠানে ৫৪ জন কবিকে সম্বর্ধনা ও সম্মাননা
প্রদান করা হয়। এই অনুষ্ঠানে আনন্দমেলা সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ও যুথিক
সাহিত্য পত্রিকা পরিচালিত শারদীয়া পরমাণু কাব্যমেলা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়
এবং প্রত্যেকে সৌজন্য কপি শংসাপত্র ও পদক প্রদান করা হয়। এছাড়াও একুশজন কবি-সাহিত্যিকের একক কব্য সংকলন ও
প্রাবন্ধিক ধনঞ্জয় ভট্টাচার্য্যোর চেতনায় রবীন্দ্রনাথ নামে একটি প্রবন্ধের বই
প্রকাশিত হয়। প্রকাশিত সমস্ত বই যুথিক সাহিত্য পত্রিকার প্রকাশনীর থেকে প্রকাশ হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন
বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষক বর্ষিয়ান কবি দেবপ্রসাদ বসু, উপদেষ্টা সুশান্ত ঘোষ, পরমাণু কাব্যের উদ্ভাবক সোমনাথ নাগ, অক্ষর সোপান কাব্য স্রষ্টা কবি মনোরঞ্জন আচার্য্য, আনন্দমেলা সাহিত্য পত্রিকার সম্পাদিকা গোপা ভট্টাচার্য্য, ড. পিনাকী বসু প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্য আলোচনা, কবিতা পাঠ সবমিলিয়ে অনুষ্ঠানটি
বর্ণাঢ্য রূপ নেয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবীকা
বন্দ্যোপাধ্যায়। সভাপতিত্ব করেন সোমনাথ নাগ।



No comments:
Post a Comment