'মেঘদূত সাহিত্য পত্রিকা'র শারদ সংখ্যার উন্মোচন অনুষ্ঠান - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, November 15, 2021

'মেঘদূত সাহিত্য পত্রিকা'র শারদ সংখ্যার উন্মোচন অনুষ্ঠান

 



'মেঘদূত সাহিত্য পত্রিকা' শারদ সংখ্যার উন্মোচন অনুষ্ঠান

 

  

যুথিকা ডেস্ক : ১৩ নভেম্বর, ২০২১ দিনটি জগদ্ধাত্রী পুজোর দিনচারিদিকে জগদ্ধাত্রী আরাধনায় বাঙালি এই দিনটিতে জগদ্ধাত্রী পুজোর মধ্যে শারদ উৎসবের আমেজ পুনরায় ফিরে পানএই সময়ে 'বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি' প্রধান উপদেষ্টা 'মেঘদূত সাহিত্য পত্রিকা' সম্পাদক কবি-সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে 'মেঘদূত সাহিত্য পত্রিকা' শারদ সংখ্যার উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে

        প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়প্রতিবারের মতোই একটি বিশেষ তাৎপর্য হয়ে উঠেছে দিনটিঅনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল 'মেঘদূত সাহিত্য পত্রিকা' মুখ্য পরিচালক কবি প্রবীর দে প্রদত্ত এবারের 'স্বর্গীয়া মঞ্জু দে স্মৃতি পুরস্কার' প্রদান এবং পত্রিকার তরফ থেকে 'মেঘদূত লেখনী সন্মান' প্রদান

        অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি' চেয়ারম্যান যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক তথা 'সাহিত্য বন্ধু' সোমনাথ নাগ, একাডেমির প্রধান পৃষ্ঠপোষক একাডেমি স্বীকৃত 'বাকবিকল্প সাহিত্য পত্রিকা' সম্পাদক কবি দেবপ্রসাদ বসু, মেঘদূত সাহিত্য পত্রিকার সভাপতি কবি-সাহিত্যিক সাংবাদিক বরুণ চক্রবর্তী এবং 'কলমে মিতালী' সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা অর্ণব মুখার্জি সম্পাদিকা কৃতিকণাএছাড়াও উপস্থিত ছিলেন মেঘদূত সাহিত্য পত্রিকার সহ মুখ্য পরিচালক কবি অসিত কুমার রায় (রক্তিম) কার্যনির্বাহী সদস্য কবি শান্তা সাহা

        উপস্থিত কবিদের কবিতা পাঠ, মঞ্চে উপস্তিত সকল অতিথির বক্তব্যে মনোজ্ঞ হয়ে ওঠে সমাবর্তন অনুষ্ঠানসাহিত্য পত্রিকার এইরকম সমাবর্তন অনুষ্ঠানে সেরা সাংবাদিকতার জন্য পুরস্কার প্রাপক ছিলেন দৈনিক আর্থিক লিপি পত্রিকার এক্সিকিউটিভ এডিটর কবি দেবাংশু চক্রবর্তী, যদিও তিনি বিশেষ কারণবসত উপস্থিত থাকতে পারেননিএই তালিকায় সেরা সাংবাদিকতার জন্য পুরস্কার প্রাপক হিসাবে উপস্থিত ছিলেন 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকী তথা পাক্ষিক -কাগজে 'বুলবুলের বৈঠকখানা' সম্পাদক রিপোর্টার হামিম হোসেন মণ্ডল (বুলবুল)


        অনুষ্ঠানটিতে 'মেঘদুত সাহিত্য সম্মান' ২০২১ প্রাপক ছিলেন কবি-সাহিত্যিক সেক আব্দুল মোক্তার, কবি-সাহিত্যিক চঞ্চল মাইতি, কবি-সাহিত্যিক প্রবীর দেগতবছরের ঈশ্বর ডঃ সমীর কুমার মুখার্জি স্মৃতি কবিতা প্রতিযোগিতার বেশকিছু পুরস্কার এই দিনে অনুষ্ঠানে প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়মেঘদূত সাহিত্য পত্রিকার 'স্বর্গীয়া মঞ্জু দে স্মৃতি পুরস্কার' ২০২১ প্রাপক ছিলেন জয়শ্রী রায় মৈত্র, শৌণক ঠাকুর, প্রদীপ কুন্ডু এবং 'মেঘদূত লেখনী সম্মান' প্রাপক ছিলেন প্রতাপ মণ্ডল, প্রকৃতি সাহা, নরেশ বৈদ্য, আশীষ কুমার পাল, নুপুর আঢ্য, গোবিন্দ মণ্ডল

        অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে মেঘদূত শারদীয়া সংখ্যা, কবি-সাহিত্যিক সেক আব্দুল মোক্তারের উপন্যাস 'প্রতীক্ষা', গল্পের 'গগন', কাব্যগ্রন্থ 'আমাকেই বলছি' এবং কবি-সাহিত্যিক চঞ্চল মাইতির কাব্যগ্রন্থ 'ত্রিনয়ন'অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতি দেবীকা বন্দ্যোপাধ্যায়

 


No comments:

Post a Comment