শিশু দিবসে ‘শব্দ পিয়াসী’ সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, November 15, 2021

শিশু দিবসে ‘শব্দ পিয়াসী’ সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ

 



শিশু দিবসে শব্দ পিয়াসী সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ

 

 

যুথিকা ডেস্ক, মুর্শিদাবাদ : ১৪ নভেম্বর, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ব্লক সংলগ্ন একটি বেসরকারি গানের স্কুল 'সায়নী সংগীত সুরের যাত্রী কলা বিদ্যালয়'-এর কক্ষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হল নওদার গঙ্গাধারী এলাকা থেকে প্রকাশিত নতুন একটি সাহিত্য পত্রিকারপত্রিকাটির নাম শব্দ পিয়াসী, সম্পাদিকা আমিনা তাবাসসুম সম্পাদিকার বাড়ি নওদার গঙ্গাধারী হলেও তার পত্রিকার দপ্তর কলকাতার সোনারপুর। প্রত্যন্ত এলাকা থেকে এই যুবতী মেয়ের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই উষ্ণ কবিতার রচনার জন্য পরিচিত কবি এই আমিনা তাবাসসুম। তার কবিতায় ঠোঁট, চুম্বন, উষ্ণাতা ইত্যাদির গভীরতা থাকে। কবি নিজেকে মেলে ধরতে চায় কবিতার মাধ্যমে। এবার সাহিত্যের আঙিনায় তার নবতম সংযোজন হিসাবে পত্রিকা সম্পাদনাকেই বেছে নিয়েছেন। সম্পাদক হিসাবে জন্ম দিলেন সাহিত্য পত্রিকা শব্দ পিয়াসী

        এদিন প্রথমেই মুর্শিদাবাদের সদ্য প্রয়াত কবি শাহের আলম সেলিমের বিদেয়ী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

        পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যা প্রকাশের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকীর সম্পাদক কবি হামিম হোসেন মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক শিক্ষক পাভেল আমান, ছিলেন কবি হাবিবা খাতুন, সংগীত শিক্ষক আমেদ আলী প্রমুখসভাপতিত্ব করেন 'নবারুণ' সাহিত্য পত্রিকার সম্পাদক তথা সাহিত্য সংগঠক সৈয়দ শীষমহাম্মদ তাঁদের হাত ধরেই পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এদিন। শেষের দিকে উপস্থিত হয়েছিলেন গল্পকার সৌরভ হোসেন।

        অনুষ্ঠানে কবিতা পাঠ, আলোচনা এবং সংগীত পরিবেশ করা হয়। সংগীত পরিবেশ করে উক্ত গানের স্কুলের ছাত্রছাত্রীরা। শিশু দিবস উপলক্ষে দৃষ্টি মণ্ডল, দেবিকা মণ্ডল, তুষার মণ্ডল, সুনীতা মজুমদার, সায়নী সুলতানাসহ আরও করেকজন সংগীত শিশু শিক্ষার্থী সংগীত পরিবেশন করে।

 


No comments:

Post a Comment