মুর্শিদাবাদের 'পৌলমী প্রকাশনী'র কাব্য সংকলন প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, November 17, 2021

মুর্শিদাবাদের 'পৌলমী প্রকাশনী'র কাব্য সংকলন প্রকাশ

 



মুর্শিদাবাদের 'পৌলমী প্রকাশনী'র কাব্য সংকলন প্রকাশ

 

 

যুথিকা ডেস্ক : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এক ঝাঁক সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে কলকাতার 'কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন'-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল শতাধিক বিশিষ্ট কবিদের কলমের নির্যাসে সিক্ত কাব্য সংকলন 'স্বর্ণালী শব্দতরী' বইটি প্রকাশিত হল মুর্শিদাবাদের 'পৌলমী প্রকাশনী'র উদ্যোগে।

এদিন অতিথির আসন অলংকৃত করেন কবি ও সাহিত্যিক বৈজয়ন্ত রাহা, নির্মাল্য বিশ্বাস, রানা চ্যাটার্জি, মৌতৃষা চৌধুরী, চলচ্চিত্র জগতের দেবজিৎ দে প্রমুখ। অতিমারিতে হারানো করোনা যোদ্ধা এবং নিকট আত্মীয়দের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সাহিত্য-আলোচনা, কবিতা পাঠ, নাচ, গান, বক্তৃতার মধ্যদিয়ে অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। বাংলা ভাষার সংস্কৃতি ধরে রাখা, নতুন প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন কবি-সাহিত্যিক শিক্ষক বলরাম হালদার, পারমিতা রাহা হালদার,  বিধানচন্দ্র রায় এবং মঞ্চস্থ অতিথিবর্গ। বিশিষ্ট কবিদের হাতে তুলে দেওয়া হয় 'প্রগতি কাব্য সাথী' পুরস্কার ও সম্মাননা পত্র। প্রকাশনীর সম্পাদক সুখময় সাহা ও সহ-সভাপতি মনোজিৎ হালদার বলেন, 'সাহিত্যকে বাঁচিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস ও বই পড়ার আগ্রহ তৈরি করতে এবং নতুন প্রজন্মকে লেখালেখির প্লাটফর্ম তৈরি করে দিতে আমাদের এই উদ্যোগ, বইটিতে ভিন্ন স্বাদের শতাধিক কবিতা পাঠক মনে ভালোলাগার রসদ সঞ্চার করবে এই আশা রাখছি।'

 


No comments:

Post a Comment