কবিতার জন্য জঙ্গিপুর থেকে সাম্মানিক ডক্টরেট পেলন তরুণ কবি মোঃ তোহা সেখ
মোঃ ইজাজ আহামেদ : ১০ অক্টোবর কলকাতা নির্মল ভবনে বিশ্ব মানব শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে সাহিত্যে অবদানের জন্য সাম্মানিক ডক্টরেট পেল মুর্শিদাবাদ জেলার সুতির আহিরণের তরুণ কবি মোঃ তোহা সেখ। তাঁর প্রকাশিত 'কথা ও কবিতা' কবিতার উপর এই সাম্মানিক ডক্টরেট দেওয়া হয় মানব শিক্ষা বারিধি (পিএইচডি)-২০২০ এর। তিনি তাঁর বেশিরভাগ কবিতায় সামাজিক রোগ ব্যাধি, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাই এলাকার অনেকে বিদ্রোহী কবি বলে ডেকে থাকেন।
তিনি পেশায় ব্যাবসায়ী। ব্যাবসা দেখার
পাশাপাশি লেখালেখি করেন। শত ব্যস্ততার মধ্যেও তিনি কবিতা লিখেন। তাঁর এই সন্মান
পাওয়াতে এলাকাবাসী আপ্লুত।





No comments:
Post a Comment