কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে বিশেষ অনুষ্ঠান ‘সাম্যবাদী’ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, November 15, 2020

কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে বিশেষ অনুষ্ঠান ‘সাম্যবাদী’


কাজী নজরুল ইসলামকে নিয়ে অনলাইনে বিশেষ অনুষ্ঠান সাম্যবাদী

 

 


জেএসপি ডেস্ক: উপমহাদেশের সাম্যবাদের প্রাণপুরুষ ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে "দ্য গ্লোবাল টিভি"র অনলাইনে নিয়মিত আয়োজন "সাম্যবাদী" অনুষ্ঠান ৩ নভেম্বর ২০২০, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এ টিভির আয়োজনে তিন দেশের অংশগ্রহনে বিশেষ এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ভারতের উদার আকাশ প্রকাশন ও উদার আকাশ পত্রিকা। লন্ডন থেকে প্রচারিত প্রথম পর্বের এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

বছরব্যাপী নিয়মিত আয়োজন 'সাম্যবাদী'। দেড় ঘন্টা ব্যাপী চলা উদ্বোধনী পর্বে দ্য গ্লোবাল টিভির পরিচালক বিলেতের পরিচিত মুখ সংবাদ পাঠক ও আবৃত্তিকার নাজমুল হোসাইনের ঘোষণার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পরিবেশনা ছিল পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী পলাশ চৌধুরীর কণ্ঠে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

কবির স্মরণে অধ্যাপিকা ড. মীরাতুন নাহার এবং অধ্যাপক ড. শেখ মকবুল ইসলাম কবির সাম্যবাদের বিভিন্ন দিক তুলে ধরে মনোজ্ঞ আলোচনা করেন। কবির অনেক না জানা কথা নিয়ে নজরুল গবেষক বিজ্ঞ এ দুই  আলোচকদের আলোচনা এদিনের বড় পাওয়া, যেখানে অনলাইন সংস্কৃতির এই সময়ে কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠানের সংখ্যা খুব বেশি হয় না।  

অনুষ্ঠানে আবৃত্তি করেছেন এই সময়ের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবৃত্তি শিল্পী ড. পিনাকী চট্টোপাধ্যায়। বেশ কয়েকটি কবিতার হৃদয় ছোঁয়া আবৃত্তি করে এই দিনের অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেন তিনি। সাম্যবাদী কবিতাটিও নিবেদন করেন ড. পিনাকী।

বাংলাদেশ থেকে অনুষ্ঠানে শিশু শিল্পী সাইরা আনজুম শিহার অনবদ্য সঙ্গীত পরিবেশনা মুগ্ধ করে সকলকে।

অনুষ্ঠানে সঞ্চালনায় সঞ্চালক বলেন,সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে  দ্য গ্লোবাল টিভির এ উদ্যোগের একজন সঞ্চালকের দায়িত্ব এবং সহযোগী হিসেবে থাকতে পেরে গর্বিত। কাজী নজরুল ইসলাম শুধু মাত্র বাংলা সাহিত্যের একজন কবি, লেখক, অনুবাদক, সংগীতজ্ঞ নন, তিনি বিশ্বের একজন মানবতাবাদী, সাম্যবাদী, প্রতিবাদী ও বিদ্রোহী শক্তিশালী কবি। এই মহামানবকে আমরা সারাবিশ্বে তুলে ধরতে চাইছি, সবার সহযোগীতায়।'' 

যুক্তরাজ্য থেকে দ্য গ্লোবাল টিভির পক্ষে নাজমুল হোসাইন বলেন, কবি কাজী নজরুলকে নিয়ে সাংস্কৃতিক আয়োজন চলবে প্রতি মাসে। এই আয়োজনের মাধ্যমে কবিকে নিয়ে আলোচক,গবেষক, শিল্পী, অনুরাগীদের চিন্তা চেতনাকে তুলে ধারার আন্তর্জাতিক প্রয়াস সার্থক করতে চাই। তরুণসমাজের কাছে কবি কাজী নজরুল ইসলাম-এর বিশাল কর্মযোগ তুলে ধরাই আমাদের মূলত উদ্দেশ্য।'

ফারুক আহমেদ-এর সুন্দর সঞ্চালনায় কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন এবং মনমুগ্ধকর আলোচনার এক ব্যতিক্রমী উদ্যোগের সন্নিবেশ বলে অনেক দর্শক-শ্রোতারা মন্তব্য করেন লাইভ এ অনুষ্ঠানে। দর্শকরাও সরাসরি অংশ নিয়ে প্রতিটি পরিবেশনার মন্তব্য দিতে পেরে আনন্দিত ও খুশি হয়েছে জেনে ভালো লাগলো।



No comments:

Post a Comment