করোনা আবহে নতুন সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠান অরঙ্গাবাদে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Saturday, August 29, 2020

করোনা আবহে নতুন সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠান অরঙ্গাবাদে


 



করোনা আবহে নতুন সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠান অরঙ্গাবাদে

 

 

জেএসপি, মুর্শিদাবাদ : অতিমারী করোনার প্রভাবে যখন সকলেই জর্জরিত এবং সন্ত্রস্ত। তখন ২৯ আগস্ট, শনিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অরঙ্গাবাদ অ্যানজেলস অ্যাকাডেমির লাগোয়া আঞ্জুমান মফিদুল ইসলাম কমিউনিটি হলে আনুষ্ঠামিক ভাবে প্রকাশিত হল স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যা এবং কবি মোঃ ইজাজ আহামেদের একক কাব্যগ্রন্থ 'স্বপ্ন তরী'। পত্রিকার সম্পাদক মোঃ ইজাজ জানান, করোনা প্রতিরোধক সবরকম বিধিনিষেধকে মান্যতা রেখে এই আনুষ্ঠান করা হল। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ্ ও মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নিজামুদ্দিন আহমেদ, মুর্শিদাবাদ জেলা খাদ্য সরবরাহ ও কর্মাধক্ষ্য মইদুল ইসলাম, শিক্ষাবিদ্ ও প্রধান শিক্ষক জুলফিকার আলি, শিক্ষাবিদ্ গুলজার হোসেন, সাহিত্যিক ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সিদ্দিকী, প্রধান শিক্ষক শহিদুল আলম, অধ্যাপক আসলিম সেখ, অধ্যাপক সামিম হায়দার, গবেষক ড. মোশারফ হোসেন, গবেষক জুয়েল হক, গবেষক তোরাব আলি, বি এম এইচ ও ডাক্তার তারিফ হোসেন, কবি সোমনাথ সরকার, কবি, লেখকচিত্র-পরিচালক দাউদ হোসেন, কবি ও সাংবাদিক সারোয়ার হোসেন, পত্রিকার সহ-সম্পাদক কবি ইনজামামুল হক, কবি মোঃ তোহা সেখ, সঞ্চালক কবি গোলাম কাদের, কোষাধ্যক্ষ গোলাম নবী আজাদ, কবি খুসবু আহমেদ, কবি উমর ফারুক, কবি মোঃ ইসমাইল, কবি রুবিনা আকতার, কবি গোলাম কাদের, কবি ষড়ানন মন্ডল, পত্রিকার সদস্য উমর সেখ, ইফতিকার হোসেন, জিয়াউল হক, আব্দুল কাদির এবং অন্যান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষাবিদ্ নিজামুদ্দিন আহমেদ।


 

No comments:

Post a Comment