লকডাউন এক নতুন ধারার উদ্ভব ঘটাল সাহিত্য-সংস্কৃতি জগতে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Friday, June 12, 2020

লকডাউন এক নতুন ধারার উদ্ভব ঘটাল সাহিত্য-সংস্কৃতি জগতে




লকডাউন এক নতুন ধারার উদ্ভব ঘটাল সাহিত্য-সংস্কৃতি জগতে

প্রথম কোনো সাহিত্য পত্রিকার ফেসবুক পেইজে ধারাবাহিক লাইভ'


জেএসপি প্রতিবেদক, মুর্শিদাবাদ : লকডাউন এক নতুন ধারার উদ্ভব ঘটাল সাহিত্য-সংস্কৃতি জগতে। এতদিন হোয়াটস্‌অ্যাপ ও ফেসবুক গ্রুপে কবিতা ও অণুগল্প কেবল টেক্ট, ছবি বা লিংক পোষ্ট করে সাহিত্য চর্চা করতে দেখা যেত। এখন গৃহবন্দি দশা যেন সামাজিক মাধ্যমগুলি ব্যবহারের প্রবণতা বাড়িয়ে তুলল। পড়াশোনাও হচ্ছে হোয়াটস্‌অ্যাপে। বিভিন্ন সাহিত্য পরিবারের কবি, সাহিত্যিক ও শিল্পীরা নিজেদের ফেসবুক প্রোফাইলে লাইভ আসছেন। সেই লাইভ নিজেদের গ্রুপে শেয়ার করে তাদের গোষ্ঠীর অনুষ্ঠান বলে প্রচার দিচ্ছেন কেউ কেউ। একধাপ এগিয়ে প্রচার দিয়ে ফেসবুক গ্রুপে লাইভ শুরু হল।

এর‌ই মধ্যে অভিনবত্বের ধারা বয়ে আনল মুর্শিদাবাদের কৃষ্টিগত সাময়িকী 'অনুভূতির কথায়' পত্রিকাটি। সাময়িকীটির ফেসবুক পেইজে নিয়মিত বিভিন্ন জায়গা থেকে লাইভে অনুষ্ঠান করে চলেছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, উপন্যাসিক, সাহিত্য সংগঠক, বাচিক শিল্পী, সংগীত শিল্পীরা। উমা মণ্ডল, মিলি দাসের মতো দূরদর্শন, জি বাংলায় অনুষ্ঠান করা সংগীত ও রন্ধন শিল্পীরাও রয়েছেন তালিকায়। অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডঃ অনন্যা দত্ত ঘোষের মতো স্বর্ণপদক প্রাপ্ত সংগীত শিল্পী থেকে দেবযানী মুখার্জীর মতো আকাশবানী কলকাতার তালিকাভুক্ত সংগীত শিল্পীরাও এই পেইজে লাইভে অনুষ্ঠান করে গেছেন। পশ্চিমবঙ্গের জেলাগুলি তো রয়েছেই ত্রিপুরা, সুদূর আমেরিকা, বাংলাদেশ থেকেও এই লাইভে অংশ নিচ্ছেন অত্যন্ত নিজাগ্রহে। যেমন ত্রিপুরা থেকে অনুষ্ঠান করেছেন বাচিক শিল্পী মণিকা ভট্টাচার্য, আমেরিকা থেকে কবি সফিক আহমেদ, বাংলাদেশ থেকে বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দী, কানাডা থেকে থাকছেন সংগীত শিল্পী শিখা আখতারী আহমাদ প্রমুখ। এপার বাংলার বিশিষ্ট সংগীত শিল্পী মুকুল চক্রবর্তী, মায়া দাস ছাড়াও রতন কুমার রায়, শিলু চক্রবর্তী ঘোষ, ইন্দ্রদীপ দাস, দীপা দাস প্রমুখ এবং বাচিক শিল্পী সুমনা দত্ত দাস, শর্মিষ্ঠা সাউ, শিল্পী সর্বাণী চ্যাটার্জী, বিপ্লব মণ্ডল, সুলগ্না ব্যানার্জী, সোনালী দাস, মহুয়া বসু সেন, পিংয়াকী, অম্বালিকা বন্দ্যোপাধ্যায়, গৌরী ভট্টাচার্য, সমর্পিতা অঙ্কিতা সাহা প্রমুখ। কবি সাহিত্যিকদের মধ্যে ইতিমধ্যে লাইভে দেখা গেছে ত্রিলোচন ভট্টাচার্য, সৈয়দ শীষমহাম্মদ, কৌশিক চক্রবর্তী, ডঃ পিনাকী বসু, কৌশিক গাঙ্গুলি থেকে পিংকী পাল প্রমুখ। সংগীত ও আবৃত্তি শ্রুতিনাটক, গল্পপাঠ নিয়ে থাকছেন গৌতম ঘোষ, জ্যোতির্ময় চক্রবর্তীরা। ইতিমধ্যে অনুষ্ঠানটি গুণী ও দর্শক মহলে প্রভূত সাড়া ফেলে দিয়েছে। 

মুর্শিদাবাদের সাহিত্য সংগঠক সৈয়দ শীষমহাম্মদ বললেন, 'আমার দেখা প্রথম কোনো সাহিত্য পত্রিকার ফেসবুক পেইজে এমন ধারাবাহিক লাইভ। এটা চালিয়ে যেতে বলব।' 'অনুভূতির কথায়'-এর সম্পাদক হামিম হোসেন মণ্ডল জানালেন, 'বাচিক শিল্পীর অনুরোধে এবং সুব্রত ভট্টাচার্য তথা কবি ঋকতানের প্রস্তাবে সাড়া দিয়ে তাঁর পরিকল্পনাতেই এই লাইভ অনুষ্ঠান চলছে।' তিনি আর‌ও জানান, 'এখানে সদস্যগ্রহণের কোনো বিষয় নেই। পরিসরে ক্ষুদ্র হলেও ব্যপ্তি রয়েছে অন্যান্য বাণিজ্যিক পত্রিকার মতোই শুধু লেখক-পাঠক বা উপস্থিপক-দর্শক সম্পর্কে।'

লকডাউনের গৃহবন্দি পরিস্থিতিতে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত পত্রিকার এহেন সফল লাইভ অনুষ্ঠানের অভিনবত্বে আনন্দ প্রকাশ করেছেন একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। খুশি দর্শক।

নিচে অনুভূতির কথায় পত্রিকার ফেসবুক পেইজটি দেখানো হলো, লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন।



No comments:

Post a Comment