মেঘদূত সাহিত্য পত্রিকা অনলাইনে আসতে চলেছে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, July 22, 2020

মেঘদূত সাহিত্য পত্রিকা অনলাইনে আসতে চলেছে



মেঘদূত সাহিত্য পত্রিকা অনলাইনে আসতে চলেছে


জেএসপি : সারা বিশ্ব যখন করোনার মারণ সংক্রমণে আক্রান্ত‌। দেশ তথা বিশ্ব আজ স্তব্ধ হয়ে গিয়েছে। এমন সময়েও এবাংলার সাহিত্য পত্রিকাগুলি‌ নিরলসভাবে সাহিত্য তথা সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে চলেছে ওনলাইন মাধ্যমে নিরলস প্রয়াসে। 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকী তাদের ফেসবুক পেইজে শেষ এপ্রিল থেকে দৈনিক লাইভ অনুষ্ঠান করে চলেছে দেশ-বিদেশের বিশিষ্ট বাঙলিদের নিয়ে। অনেক পত্রিকা ডিজিটাল মাধ্যমে ইপত্রিকা ও ইবুক প্রকাশ করে চলেছে‌। এই মহামারী কিন্তু আটকাতে পারিনি‌‌ বাংলার কৃষ্টিচর্চাকে। ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা করেছিল মেঘদূত সাহিত্য পত্রিকা তাদের একটি ওয়েবসাইট এবং ওয়েবজিন করবে বলে। যার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় নিজে একজন কম্পিউটার প্রোগ্রামার। সুতরাং তার কাছে কাজটি অনেক সহজ, তিনি নিজেই বানিয়েছেন এই দুটি সাইট। আগামী শুক্রবার ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফেইসবুক লাইভের মাধ্যমে প্রথমে নিজেদের ব্লকজিনের শুভ উদ্বোধন করা হবে‌ এবং কিছুদিন পরে পত্রিকার ওয়েবসাইট উদ্বোধন করা হবে বলে জানান মেঘদূত পত্রিকার সম্পাদক। জানাগেছে, মেঘদূত সাহিত্য পত্রিকা তাদের পরিচালন পর্ষদের সকলকে নিয়ে এই ভার্চুয়াল উদ্বোধন করবে।
সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় বলেছেন, 'বর্তমানে নানান সমস্যায় প্রিন্টেড পত্রিকা ও পুস্তকের আলাদা একটি ঐতিহ্য থাকলেও সেটি  মূল্যবৃদ্ধির ফলে ব্যাহত হচ্ছে। তাই ডিজিটাল বা ইলেকট্রনিক্যালি পত্রিকা প্রকাশের মাধ্যমে আর্থিক এবং ব্যাপ্তির দিক থেকে সুবিধা হবে। এছাড়া অনেক ভালো লেখকের আর্থিক অসঙ্গতি থাকে বলে যারা বই প্রকাশ করতে পারেন না তাদের পরিচিতি ঘটাতে ও সাহিত্যচর্চা বিশ্বে নানা দিকে ছড়িয়ে দিতে এই কর্মকাণ্ড।  আর সেই কথা মাথা রেখেই মেঘদূত সাহিত্য পত্রিকার এই পদক্ষেপ আশা করা যায় এই উদ্যোগ আগামী দিনে প্রবীণ ও নবীন সাহিত্যিকদের নতুন পথ দেখাবে। লাইভে প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেঘদূত সাহিত্য পত্রিকা উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষক কবি ও সাহিত্যিক দেবপ্রসাদ বসু,  সাহিত্যবন্ধু ও একাডেমির চেয়ারম্যান সোমনাথ নাগ, পত্রিকাটির সভাপতি বিশিষ্ট কবি ও সাংবাদিক সভাপতি বরুণ চক্রবর্তী এবং পরিচালন পর্ষদের বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রবীর দে, সুমিতা মুখোপাধ্যায়, পার্থসারথি সেনগুপ্ত ও অসিত কুমার রায়। এই ভার্চুয়াল উদ্বোধন পরিচালনা করবেন মেঘদূত সাহিত্য পত্রিকার সম্পাদক ও বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির বর্তমান প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি ও সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়।'



No comments:

Post a Comment