২৫শে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ২৭শে বৈশাখে ইউটিউবে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, May 4, 2020

২৫শে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ২৭শে বৈশাখে ইউটিউবে





২৫শে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ২৭শে বৈশাখে ইউটিউবে



যুথিকা ডেস্ক : এই মুহুর্তে দেশব্যাপী চলছে লকডাউন। থমকে দাঁড়িয়েছে জনজীবন। তবু বাঙালির কৃষ্টি-কালচার ও চর্চা চলেছে কিন্তু ভিন্ন মাধ্যমে। কবি-সাহিত্যিক থেকে শুরু করে গায়ক/গায়িকা বা বাচিক শিল্পীরা নিজেদের সৃষ্টি  বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়মিত প্রকাশ করে চলেছেন। চলমান রাস্তা না পেয়ে বাধ্য হয়েছেন ভার্চুয়াল মাধ্যমে কৃষ্টিমঞ্চ স্থাপনে।

ফলসরূপ অন্যান্যদের মতোই আগামী ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে 'সাহিত্য চেতনা' ইউটিউব চ্যানেল বিশেষ অনুষ্ঠান 'সপ্তকে'র আয়োজন করেছে। সেখানে অংশগ্রহণ করছেন সৌমেন বন্দ্যোপাধ্যায়, পৌলমী ভট্টাচার্য্য, প্রণমি ব্যানার্জি, জয়শ্রী রায় মৈত্র, চিন্ময়ী সেন, দেবদাস মৈত্র, অসীম সেন, সৌমিলি বসাক, স্বাগতা ভট্টাচার্য, ডোনা জানা,পাপিয়া দত্ত, প্রহেলিকা বিশ্বাস, শিল্পাশ্রী সাহা, নারায়ণী দত্ত প্রমুখ। অর্পিতা পালের সঞ্চালনায় জয়দেব বিশ্বাসের সম্পাদনায় আগামী ২৭শে  বৈশাখ, রবিবার অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 'সাহিত্য চেতনা' ইউটিউব চ্যানেলে।



No comments:

Post a Comment