অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আশ্রয় সাহিত্য অ্যাকাডেমির আসর - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Saturday, March 21, 2020

অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আশ্রয় সাহিত্য অ্যাকাডেমির আসর




অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আশ্রয় সাহিত্য অ্যাকাডেমির আসর


যুথিকা ডেস্ক, হুগলি : আশ্রয় সাহিত্য অ্যাকাডেমির আয়োজিত 'কবি কণ্ঠে কবিতা পাঠের আসর' হল হুগলির কোন্নগরে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। ১৫ মার্চ ঠাকুর বাড়ির মুক্তমঞ্চে এই কবিতা পাঠের আসরে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন এ বাংলার প্রায় একশত কবি। সেখানে কবি তুষার বসুর কাব্যগ্রন্থ 'ঘাড় ত্যাড়া' প্রকাশিত হয়েছে। মঞ্চে প্রচার বিমুখ কিছু গুণীজনকে সংবর্ধনা জানানো হয়।

বিশেষ কারণ বসত উদ্বোধক কবি কৃষ্ণা বসু উপস্থিত হতে না পারলেও প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি সৈয়দ হাস্মত জালাল এবং বিশেষ অতিথি ছিলেন কবি সুব্রত ভট্টাচার্য (ঋক তান) ও কবি মৃদুল দাশগুপ্ত। উপস্থিত ছিলেন ডঃ তাপস মুখার্জী, অ্যাকাডেমির সভাপতি পরিমল কান্তি মণ্ডল, সম্পাদক নব কুমার দে, ইন্দুশেখর চক্রবর্তী, টুম্পা সাহা প্রমুখ। কাব্যশ্রী কবি ও সাংবাদিক হামিম হোসেন মণ্ডল আমন্ত্রিত থাকলেও মুর্শিদাবাদে এক সাংবাদিক কর্মশালায় ব্যস্ত থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি।

উপস্থিত কবি কণ্ঠে কবিতা পাঠে ভরে ওঠে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। প্রখ্যাত বাচিক শিল্পী শর্মিষ্ঠা সাউয়ের কণ্ঠে রবীন্দ্র কবিতা পাঠ বিশেষভাবে আসরের শোভাবর্ধন করে সকলকে মুগ্ধ করে তোলে। বেলা ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হয় অনুষ্ঠানটি।

Description: https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

No comments:

Post a Comment