কুসুম সাহিত্য পত্রিকার অনুষ্ঠান ২০২০তে ২০টি কাব্যগ্রন্থ প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, March 1, 2020

কুসুম সাহিত্য পত্রিকার অনুষ্ঠান ২০২০তে ২০টি কাব্যগ্রন্থ প্রকাশ

গ্রন্থ প্রকাশের মুহূর্ত। - নিজস্ব চিত্র



কুসুম সাহিত্য পত্রিকার অনুষ্ঠান ২০২০তে ২০টি কাব্যগ্রন্থ প্রকাশ



যুথিকা ডেস্ক : ২৯ ফেব্রুয়ারি, কুসুম সাহিত্য পত্রিকার অনুষ্ঠান হয়ে গেল বঙ্গ সাহিত্য সম্মিলন সভাগৃহে। বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত কুসুম সাহিত্য পত্রিকার এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী আরণ্যক বসু, ডঃ পিনাকী বসুনদেরচাঁদ হাজরা, জয়ন্তী দেবনাথ প্রমুখ।

        পত্রিকার সভাপতি কবি স্বপন রায় এবং সম্পাদিকা কবি গৌরী রায় চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক সাহিত্যবন্ধু সোমনাথ নাগ। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আলোচনা করেন মেঘদূত সাহিত্য পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। অনুষ্ঠানে কুসুম সাহিত্য মঞ্জুরী, কুসুম সাহিত্য বিতান, কাব্যকুসুম সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে।

অতিথিদের হাত ধরে কুসুম কাব্যগাঁথা নামে আঠাশজন কবির একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া ২০ জন কবির দুই ফর্মার একক কাব্য সংকলন প্রকাশিত হয়েছে।

এদিন অনুষ্ঠানে প্রকাশিত একক গ্রস্থগুলি হল -

কবি                     কাব্যগ্রন্থের নাম

১. গোপা ভট্টাচার্য্য                   স্বপ্ন প্রাসাদ
২. দীপংকর নায়েক             অনুরাগের আলাপন
৩. দেবপ্রসাদ জানা                  নিত্য নতুন নৈবেদ্য
৪. সুশীল চন্দ্র গোপ                 চেতনাঞ্জলি
৫. রঙ্গনা পাল                  আহরণের পাঠশালায়
৬. শান্তনু দাস                  ইপ্সিত ইথার
৭. সুমন মন্ডল                 আলোর দিশারী
৮. অপর্ণা মজুমদার             আয় তিস্তা বাঁচি
৯. অনুভা সরকার               অনুভব
১০. পিউ ঘোষ                 সাময়িকী
১১. স্বপন বোস                 জীবন থেকে নেয়া
১২. জ্যোৎস্না দাস               কাব্যকথা
১৩. সনাতন কুন্ডু               চেতনার উন্মেষ
১৪. ভাস্কর প্রামাণিক            প্রথম লেখা
১৫. গার্গী চৌধুরী               কথারা আজ শব্দ নয়
১৬. পত্রলেখা ঘোষ              হৃদয়ে মোরা এক
১৭. অচিন্ত্য সরকার             আরশিতে চোখ রাখো
১৮. অরুণ চাকমা               স্বপনের স্বপ্ন স্বপ্না
১৯. স্বপন রায়                  অভিমানের মেঘ
২০. গৌরী রায়চৌধুরী           বিবর্ণ কাব্য


No comments:

Post a Comment