সাহিত্য দর্পণ পত্রিকার যুগ্ম সংখ্যা প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, February 9, 2020

সাহিত্য দর্পণ পত্রিকার যুগ্ম সংখ্যা প্রকাশ




সাহিত্য দর্পণ পত্রিকার যুগ্ম সংখ্যা প্রকাশ




যুথিকা ডেস্ক, উঃ ২৪ পরগনা : জেলার কাঁকিনাড়া ২নং দুর্গানগর মাদরাল থেকে দীর্ঘ ২৬ বছর ধরে প্রকাশিত জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্য দর্পণ-এর বৈশাখ ও শারদীয়া যুগ্ম সংখ্যা (বাং ১৪২৬, ইং২০১৯) প্রকাশ সহ একটি মনোজ্ঞ সাহিত্যানুষ্ঠান হয়ে গেলো বারাকপুর মণ্ডলপাড়ায় সঞ্জয় ঘোষ মণ্ডলের বাড়িতে ২রা ফেব্রুয়ারি বিকাল ৫টায়। 

অনুষ্ঠানের শুভ সূচনা হয় সুনীতা মণ্ডলের গীটারে রবীন্দ্র সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন - বর্ষিয়ান কবি অরুণ দত্ত। স্বরচিত কবিতা পাঠে উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন নারায়ণ চন্দ্র মজুমদার, সন্ধ্যা ধাড়া, অসীম কুমার বিশ্বাস, অধ্যাপিকা সুনীতা মিত্র, নলিনী রঞ্জন মণ্ডল, ডাঃ তারক মজুমদার, শিশির বাইন, আনন্দ চন্দ্র মণ্ডল, আনন্দ মল্লিক, নেপাল মিত্র, দেবাশিস দাস, সঞ্জয় ঘোষ মণ্ডল প্রমুখ। 

সাহিত্য দর্পণের যুগ্ম সংখ্যা প্রকাশ করেন অধ্যাপক অপূর্ব দে, অধ্যাপিকা সুনীতা মিত্র এবং অরুণ দত্ত। সভাপতির অমূল্য সংক্ষিপ্ত বক্তব্য সকলের মন ছুঁয়ে যায়। সংগীত পরিবেশন করেন ডাঃ তারক মজুমদার। 

এদিনের অনুষ্ঠানে দুটি শ্রুতি নাটক পরিবেশিত হয়। প্রথমটি নেপাল মিত্র রচিত ও নির্দেশিত শ্রুতি নাটক কেবলই স্বপ্ন জন্ম হয়। অভিনয় করেন ডাঃ তারক মজুমদার ও নেপাল মিত্র। দ্বিতীয় নাটকটি দোকলা পাতলা। নাটকে ছিলেন নলিনী রঞ্জন মণ্ডল ও নারায়ণ চন্দ্র মজুমদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পত্রিকার সম্পাদক ডাঃ তারক মজুমদার। 



No comments:

Post a Comment