আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির অনুষ্ঠান - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, February 9, 2020

আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির অনুষ্ঠান




আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির অনুষ্ঠান


যুথিকা প্রতিবেদক, কলকাতা : বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির উদ্যোগে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যুথিকা সাহিত্য পত্রিকা ও মেঘদূত সাহিত্য পত্রিকার যৌথ প্রয়াসে কলকাতা বইমেলায় কবি সুভাষ মুখোপাধ্যায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো এক অনবদ্য সাহিত্য সমাবেশ। সঙ্গীত, নৃত্য স্বরচিত পাঠ, বই ও পত্রিকার উদ্বোধন সহ বাংলা সাহিত্য ও লিটল ম্যাগাজিনের সেকাল থেকে একাল বিষয়ক আলোচনায় এক বর্ণাঢ্য সাহিত্যআড্ডার রূপনেয়। প্রায় শতাধিক কবি কবিতা পাঠে অংশগ্রহন করেন, তাঁদের শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়েছে।

এই অনুষ্ঠানে কথাসাহিত্যিক উপল দত্তের অপাঠ্য গোলগল্প, চত্তরঞ্জন গিরির উপন্যাস ছুঁয়ে যায় ফাগুন, অচিন্ত সরকারের গ্রন্থ এবং সঞ্জয় কুমার মুখোপাধ্যায় সম্পাদিত মেঘদূত পত্রিকার বইমেলা সংখ্যা প্রকাশিত হয়েছে আজকের এই মঞ্চে। সাহিত্যবন্ধু সোমনাথ নাগ বক্তবে বলেন, 'আমরা এই বইমেলাতে বই, পত্রপত্রিকা বিক্রির লক্ষ্য নিয়ে নয়, প্রকৃত সাহিত্যপ্রেমিদের অন্বেষণ ও বাংলা সাহিত্য সংস্কৃতিকে নবীন প্রজন্মের সবার কাছে ছড়িয়ে দেওয়াই একমাত্র লক্ষ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন প্রতি বছর করি।'

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কবি বরুণ চক্রবর্তি, কাব্যভারতী কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, সাহিত্যবন্ধু সোমনাথ নাগ, গল্পকার উপল দত্ত, কবি সুগত চৌধুরী, কবি দেবপ্রসাদ বসু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি শিলা বৃষ্টি।




No comments:

Post a Comment