২৩ থেকে ২৭ জানুয়ারি হয়ে গেল নওদা সুভাষ বইমেলা - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Tuesday, February 4, 2020

২৩ থেকে ২৭ জানুয়ারি হয়ে গেল নওদা সুভাষ বইমেলা

দ্বিতীয় বর্ষে নওদা সুভাষ বইমেলার উদ্বোধন করছেন সাহিত্যিক আনসারউদ্দিন।




২৩ থেকে ২৭ জানুয়ারি হয়ে গেল নওদা সুভাষ বইমেলা



যুথিকা ডেক্স, মুর্শিদাবাদ : ২৭ জানুয়ারি শেষ হল নওদা সুভাষ বইমেলা, ২০২০। ২৩ জানুয়ারি নওদা পুলিশ প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বর্ষে নওদা সুভাষ বইমেলার সূচনা হয়। নওদা ব্লক অফিস সংলগ্ন ব্লক ময়দানে ৫ দিন ধরে চলল এই বইমেলা। নওদা বইমেলা কমিটি গঠন করে এই বইমেলার কাজ পরিচালনা করা হয়েছে। কমিটিতে ছিলেন সভাপতি পদে স্থানীয় প্রধান শিক্ষক আব্দুল হামিদ বিশ্বাস, সম্পাদক পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, আহ্বায়ক নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা প্রমুখ।
নেতাজির জন্মদিনে বইয়ের জন্য রাস্তায় হাঁটার পর ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক আনসারউদ্দিন। উপস্থিত ছিলেন নওদার বিধায়ক সাহিনা মমতাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। এছাড়াও উদ্বোধনী মঞ্চে সংযোজিত হন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল (মধু) সহ স্থানীয় প্রক্তন শিক্ষক ও প্রধান শিক্ষকরা।
এবারের বইমেলায় সংবাদিক, চিত্র প্রদর্শণীর স্টল দেখা গেল না। ছিল না লিটল ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকার স্টল বা প্যাভিলিয়ন। তবে প্রথম দিন স্থানীয় এক সাহিত্য বিষয়ক পত্রিকা নবারুণ-এর স্টল চোখে পড়ল। সেখানে পত্রিকার বইমেলা সংখ্যাও প্রকাশিত হল বইমেলার উদ্বোধক আনসারউদ্দিন সাহেবের হাতেই। বইমেলায় মোটর বাইক, সমিতি ইত্যাদির স্টল দেখা গেল।

 
শেষ দিন বইমেলা প্রঙ্গণ।



No comments:

Post a Comment