সুভাষ নামে নওদায় প্রথম বইমেলা শেষ হল ৩০ জানুয়ারি - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Saturday, February 2, 2019

সুভাষ নামে নওদায় প্রথম বইমেলা শেষ হল ৩০ জানুয়ারি



যুথিকা প্রতিবেদক, নওদা : নওদা পুলিশ প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলের নওদা ব্লকে প্রথম বইমেলা শেষ হল ৩০ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের দিনে শুরু হওয়া এই বইমেলাটির নাম ছিল সুভাষ বইমেলা ২০১৯। প্রজাতন্ত্র দিবসের দিন উদ্বোধন হলেও বইমেলাটির নামকরণ করা হয়েছে নেতাজী সুভায চন্দ্র বোসের নামে এবং মূল মঞ্চে রাখা হয়েছে নেতাজীর ছবি। এপ্রসঙ্গে শোনা যায় বইমেলাটি নাকি ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজী সুভাষের জন্মদিনে সূচনা করার পরিকল্পণা ছিল মেলা কমিটির। কিন্তু আয়োজনে বিলম্ব হওয়ায় ২৬ জানুয়ারি শুভারম্ভ হয়। ততক্ষণে নামকরণ রাখা হয়েগেছিল সুভাষ বইমেলা।

        নওদা থানার ওসি মৃণাল সিনহার উদ্যোগ ও তত্বাবধানে সুভাষ বইমেলা ২০১৯ করলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার শ্রী মুকেশ। উপস্থিত ছিলেন প্রধান অতিথি মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল, ডিআই পূরবী দে বিশ্বাস, নওদার বিধায়ক আবু তাহের খান, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বইমেলার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, নওদার বিডিও কৃষ্ণচন্দ্র দাস, নওদার এসআই সৌমেন সাহা, থানার ওসি প্রমুখরা।


        বইমেলার পাঁচটি দিন মঞ্চস্থ হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। কবি সাহিত্যিক লেখকদের জন্য ছিল নীরেন্দ্র নাথ চক্রবর্ত্তী মঞ্চ। এই মঞ্চে কবি সম্মেলন হয়েছে ২৭ জানুয়ারি, অংশগ্রহণ ছিল সামান্য সংখ্যক। বইমেলা প্রঙ্গণে ভিড় তেমনটা লক্ষ্য করা না গেলেও প্রথম বইমেলা পেয়ে সভাবতই খুশি নওদাবাসীরা। তেমন নজরকাড়া প্রকাশনির দেখা না মিললেও বিশ পঁচিশটা বইস্টল দেখা গেছে। বইমেলাটি বসেছিল আমতলায় নওদা ব্লক ময়দানে।



No comments:

Post a Comment