আন্তর্জাতিক ব‌ইমেলাতে মাতল আড্ডায় ছোট পত্রিকাগুলি - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, February 6, 2019

আন্তর্জাতিক ব‌ইমেলাতে মাতল আড্ডায় ছোট পত্রিকাগুলি



যুথিকা ডেস্ক, কলকাতা : ৫ ফেব্রুয়ারী, কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় সকলে যখন বই বিকিকিনিতে ব্যস্ত ঠিক সেই সময় কল্পসাগর সাহিত্য পত্রিকা, যুথিকা সাহিত্য পত্রিকা, মেঘদূত সাহিত্য পত্রিকা, আন্তরিক সাহিত্য পত্রিকা এবং শিশিরের শব্দ সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে ও ব্যবস্থাপনায় এক অভিনব সাহিত্য আড্ডায় মাততে দেখাগেল উপস্থিত কবি সাহিত্যিক লেখক সম্পাদক ও শিল্পীদের। মেতে উঠল বই মেলার লিট্‌ল ম্যাগাজিন প্যাভিলিয়ন চত্তর। আসরটি বসেছিল লিট্‌ল ম্যাগাজিল প্যাভিলিয়নের ঠিক পিছনে।

হল কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা ইত্যাদির সাহিত্য বাসর। প্রকাশিত হয়েছে সুনন্দা নাগ সম্পাদিত 'হাতেখড়ি' পত্রিকার বইমেলা সংখ্যা।





অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাননীয় বরুণ চক্রবর্তী,  বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কবি সাহিত্যিক তপঙ্কর চক্রবর্ত্তী, বিশিষ্ট গায়ক কবি প্রসেনজীৎ চ্যাটার্জি, বিশিষ্ট চিত্র-অভিনেত্রী সর্বানী চ্যাটার্জি মহশয়া ছাড়াও আরো বিশিষ্ট জনেরা। ছিলেন নিখিলবঙ্গ বাংলা সাহিত্য একাডেমি-র কর্ণধার তথা প্রতিষ্ঠাতা সভাপতি সোমনাথ নাগ।



No comments:

Post a Comment