শালবানীতে সাহিত্য সাংস্কৃতিক মিলন মেলা করেছে ময়ূখ সাহিত্য পত্রিকা - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Thursday, January 31, 2019

শালবানীতে সাহিত্য সাংস্কৃতিক মিলন মেলা করেছে ময়ূখ সাহিত্য পত্রিকা



যুথিকা ডেস্ক, পশ্চিম মেদিনীপুর : ২৭ শে জানুয়ারি, ময়ূখ সাহিত্য পত্রিকার পৌষালী 'ময়ূখ' প্রকাশ উপলক্ষে শালবনীতে উৎসাহের সহিত অনুষ্ঠিত হয়েছে 'সাহিত্য সাংস্কৃতিক মিলন মেলা'। মেলাটি উদ্ধোধন করেছেন কবি ও 'উপত‍্যকা' দৈনিকের সম্পাদক তাপস মাইতি। প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও গড়বেতা ব্লকের বি.ডি.ও অভিজিৎ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বি.ডি.ও সঞ্জয় মালাকার, প্রাবন্ধিক দেবেন্দ্রনাথ মাহাত, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, কবি ও সাহিত‍্যক মঙ্গল প্রসাদ মাইতি, কবি ও সমাজসেবী মৃনাল কোটাল, লেখক পবন কুমার লোধা, বিশিষ্ট ক্রীড়াবিদ অধ্যাপক ডঃ স্বদেশ রঞ্জন পান প্রমুখ। 

এই মেলায় পৌষালী 'ময়ূখ' এর পাশাপাশি মানিক চন্দ্র মাহাত'র কবিতার বই 'সময়ের মুখ' ও গগন চন্দ্র মাঝির যাত্রার বই 'রক্তাঞ্জলি' প্রকাশিত হয়েছে। জাতীয় দৌড়বীর রনজিৎ মাহাতকে 'শালবনী রত্ন' সম্মান প্রদান করা হয়েছে ওইদিন। 'মেদিনীপুর জেলার ইতিবৃত্ত' 'সাহিত‍্যে সমাজ চেতনা' বিষয়ে আলোচনা করেন প্রাবন্ধিক দেবেন্দ্রনাথ মাহাত ও কবি মৃনাল কোটাল।


উদ্ধোধক ও প্রধান অতিথিরা বক্তব্য রাখেন। এই মিলন মেলা বক্তব্য, কবিতা ও গল্প পাঠ, নৃত্য, গীত, ঝুমুর গানের মধ্যে জমে উঠেছিল। ময়ূখ পত্রিকা কমিটির পক্ষে সম্পাদক মানিক চন্দ্র মাহাত মফস্বল এলাকায় সাহিত্য সংস্কৃতি চেতনা বৃদ্ধির কথা বলেছেন। মেলার উদ্যোগতা ছিল পশ্চিম মেদিনীপুরের শালবানীর ময়ূখ সাহিত্য পত্রিকা কমিটি।



No comments:

Post a Comment