প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধাঞ্জলি স্মারক সম্মাননা প্রদান মুর্শিদাবাদের সুতি একে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Thursday, January 31, 2019

প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধাঞ্জলি স্মারক সম্মাননা প্রদান মুর্শিদাবাদের সুতি একে



যুথিকা ডেস্ক, মুর্শিদাবাদ : প্রজাতন্ত্র দিবসে, মুর্শিদাবাদ জেলার সুতি ১ ব্লকের গাঙ্গিনে ৪৯ ঘোড়াপাখিয়া প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াপাখিয়ি জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে তাদের ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে স্থানীয় শ্রদ্ধাঞ্জলি সাহিত্য সংস্কৃতি চর্চা বিষয়ক পত্রিকা পরিবারের সাহিত্যানুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি স্মারক সম্মাননা ২০১৯ প্রদান।

শ্রদ্ধাঞ্জলি স্মারক সম্মাননা পেলেন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, সম্পাদক ও সাংবাদিকরা। পেলেন কবিতারাও কথা বলের সম্পাদক মুর্শিদাবাদের নিমতিতার কবি অমরজিৎ মণ্ডল, অরঙ্গবাদের কবি হরিপদ রায়, সুতি দুর্গাপুরের সাংবাদিক মোঃ মোফাক হোসেন, জঙ্গীপুরের কিংবদন্তি পত্রিকার সম্পাদক মহঃ গফুর সেখ, জীবন সাহার পত্রিকার সম্পাদক সাংবাদিক মাসিদুল সেখ, সম্পাদিকা ঋণা কংসবনিক, ঝাড়খণ্ড জামসেদপুরের পল্লবী পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, কলকাতার যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক প্রকাশক সোমনাথ নাগ, কলকাতার মেঘদূত পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, কলকাতার বাকবিকল্প পত্রিকার সম্পাদক দেবপ্রসাদ বসু, বাংলাদেশের ঢাকার কবি মনি খন্দকার, আমেরিকার চিকাগো থেকে কবি মারিয়া হোসাইন, অস্টেলিয়ার সিডনির কবি রোকেয়া সুলতানা লিলি, মুর্শিদাবাদের সুতির কবি রাধেশ্যাম অধিকারী, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গিরিয়ার কবি আলোর দিশার সাংবাদিক সারওয়ার আলম।

বিশেষ অতিথিগণদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে কবি মনি খন্দকার, কলকাতার বাকবিতর্ক পত্রিকার সম্পাদক দেবপ্রসাদ বসু, কলকাতার মেঘদূত পত্রিকার সম্পাদক সঞ্জয় মুখোপাধ্যায়, গঙ্গরামপুর মহুকুমা হাসপাতালের ডাঃ গৌরাঙ্গ প্রামানিক, সুতি ১ এর বি.ডি.ও এবং জয়েন্ট বি.ডি.ও, সুতি ১ এর এস.আই, বিশিষ্ট সমাজ সেবী মন্টু রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি সাহিত্য সংস্কৃতি চর্চা বিষয়ক পত্রিকা। প্রকাশিত হয়েছে গাঙ্গিনের কবি ষষ্ঠী কুমার দাসের তিনটি কাব‍্যগ্রন্থ। বাংলা সাহিত্য আঙ্গিনায় "তানকা ও হাইরুবা", বাংলা সাহিত্য আঙ্গিনায় "লিমেরিক" এবং বাংলা সাহিত্য আঙ্গিনায় "হাইকু ও শব্দলীলা"। বিশেষ ভাবে উল্লেখ কবির নিজস্ব চিন্তা ভাবনায় অভিনব গঠন শেলীর নতুন ধারার কবিতা হল শব্দলীলা ও হাইরুবা।


অনুষ্ঠান হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বজিৎ সিংহরায়, সঞ্চালনা করেন দেবব্রত দাস ও ষষ্ঠী কুমার দাস।



No comments:

Post a Comment