যুথিকার নিখিলবঙ্গ কবিতা প্রতিযোগিতা ২০১৯ হল কল্যাণীতে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, January 30, 2019

যুথিকার নিখিলবঙ্গ কবিতা প্রতিযোগিতা ২০১৯ হল কল্যাণীতে



যুথিকা প্রতিবেদক, কল্যাণী : ২৩ জানুয়ারি এবছরেও নিখিলবঙ্গ কবিতা উৎসব করল যুথিকা সাহিত্য পত্রিকা তবে এবার আর কলকাতায় নয়, বরং কলকাতার বাইরে গিয়ে নদিয়া জেলার কল্যাণীতে এটি অনুষ্ঠিত হয়েছে নেতাজীর ১২২ তম জন্ম জয়ন্তীতে। প্রতিবছরই নিখিলবঙ্গ কবিতা উৎসবের আয়োজন করে থাকে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমিযুথিকা সাহিত্য পত্রিকা এবারে অনুষ্ঠানটি হল কল্যাণী সীমান্ত ষ্টেশন লাগোয়া ডরমেটরি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মুক্ত মঞ্চে।
        পাশাপাশি বসেছিল স্থানীয় মুক্তি সাহিত্য পরিষদএর ব্যাবস্থাপনায় একদিনের লিটল ম্যাগাজিন বই মেলাতাতে বিনামূল্যে টেবিলেব ব্যাবস্থা ছিল। যাতে অংশগ্রহণ করে সাতটির মতো ছোট পত্রিকা।
        অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার কাউন্সিলর সোমনাথ বেহারা ও মিঠু রায়, বিশিষ্ট কথাসাহিত্যিক উপল দত্ত, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য অ্যাকাডেমির সহ-সভাপতি তথা যুথিকা সাহিত্য পত্রিকার সভাপতি বিশিষ্ট কবি-সাহিত্যিক দেবপ্রসাদ বসু, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য অ্যাকাডেমির সাধারণ সম্পাদক কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, কবি ভাষ্কর আচার্জ্জী, সমাজ সেবীকা বুলু দাস প্রমুখ
        যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক ও সংস্থার কর্ণধার সোমনাথ নাগ ও সুনন্দা নাগের সম্পাদনায় প্রকাশ পায় চল্লিশজন খ্যাত, অখ্যাত ও অর্ধখ্যাত কবিদের বাংলা হাইকু কবিতা সম্বলিত সংকলন হাইকু-কেবল এই হাইকু কবিদের মাৎসুয়ো বাশো স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়, উৎসাহ যোগাতে। তাঁরা হলেন সুধাংশু চক্রবর্ত্তী, খগপতি বন্দ্যোপাধ্যায়, মোঃ বাদল গাইন, সন্তোষ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, পল্লবী ঘোষ, জয়শ্রী রায়মৈত্র, তীর্থঙ্কর সুমিত, শম্পা দাস, অরুণ ভট্টাচার্য্য, সিন্ট মাইতি, রথীন পার্থ মণ্ডল, শঙ্কর নাথ প্রামাণিক, মৌসুমী ভৌমিক, পিনাকী বসু, শিলাবৃষ্টি, পলাশ নষ্কর, দেবীকা নষ্কর, অনিমেষ মণ্ডল, শিউলি মণ্ডল, দেবাঞ্জন বেরা, মনিকান্ত সার, অনির্বান বিশ্বাস, মোঃ মনি মল্লিক, শ্রীমন্ত দে, সুমন কুমার সাহু, স্বপন রায়, রাজীব পাল, গৌরী রায় চৌধুরী, সুদর্শন প্রতিহার, অমরজিৎ মণ্ডল, হামিম হোসেন মণ্ডল, ষষ্ঠি কুমার দাস, অসীম সরকার, নারায়ণী দত্ত, স্বপন রুইদাস, জয়ন্তী দেবনাথ, দেবপ্রসন্ন বিশ্বাস, পারিজাত ঘোষ এবং অষ্টপদ মালিক।
        ওইদিন আরও কিছু বই প্রকাশিত হয়েছে। সম্পাদক সোমনাথ নাগের হাইকু-এখন ছাড়াও সোমনাথ নাগের সম্পাদনায় সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের স্বল্পতে জল্প, অসীম সরকারের ত্রিধারা, চিত্তরঞ্জন গিরির রাগে অনুরাগে এবং অসীম কুমার মৌলের বাস্তব দর্পণে সমাজ
মুক্তি সাহিত্য পত্রিকা প্রথম সংখ্যা প্রকাশ করে মুক্তি সাহিত্য পরিষদ। মুক্তি সাহিত্য পরিষদকে উৎসাহ যোগাতে প্রথম সংখ্যায় অবদান রাখা কবি সাহিত্যিকদের মুক্তি সাহিত্য সম্মাননা প্রদান করেছে যুথিকা সাহিত্য পত্রিকাএতে সম্মানিত হলেন অমরজিৎ মণ্ডল, হামিম হোসেন মণ্ডল, সফিকুজ্জামান প্রমুখ, মহঃ মনি মল্লিক প্রমুখরা
        ভারতীয় স্পীডপোষ্ট ও রেজিস্ট্রি ডাক মার্ফৎ নির্বিশেষে মুক্ত অংশগ্রহণের মাধ্যমে নিখিলবঙ্গ কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জমাপড়া কবিতাগুলি বিচারকমণ্ডলীর মূল্যায়ণে প্রথম আটে নির্বাচিত হয় ৪১জন ভিন্ন কবির কবিতা। অন্যান্যবার সেরা দশ নেওয়া হলেও এবার সেরা আট পর্যন্তই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানান সোমনাথ বাবু। নিখিলবঙ্গ কবিতা প্রতিযোগিতায় বিজয়ী এইসব কবিরা প্রাপ্য স্থানাধিকারের ভিত্তিতে পুরস্কার ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সুতপা পূততুণ্ড দ্বিতীয় হয়েছেন মানসী মিশ্র হালদার, সৌম্য স্বপন চক্রবর্ত্তী, বহ্নি শিখা ঘোষ। তৃতীয় বিশ্বজিৎ মাইতি, শান্তনু দে। চতুর্থ স্বপন রায়, স্নিগ্ধা ব্যনার্জী, শুভম দত্ত, বিনিময় দাস, কাজল দাস। পঞ্চম সঞ্জয় ব্যানার্জী, শিব শঙ্কর বক্সী, নয়ন মনি মিশ্র, মনিকান্ত সার, দেবপ্রসন্ন বিশ্বাস, হামিম হোসেন মণ্ডল, শঙ্কর নাথ প্রামাণিক, সুপ্রীতি ঘরামী, প্রবীর কুমার চৌধুরী, প্রিয়াঙ্কা মণ্ডল। ষষ্ঠ চিরঞ্জীৎ সরকার, বিমান পাত্র, অসীম সরকার, ডঃ রিনা রাণী রায়, ডলি মুখার্জী। সপ্তম পিনাকী বসু, চিরঞ্জিৎ সাহা, সোমনাথ দফাদার, সুনীল করণ, শুভজিৎ সরকার। অষ্টম হয়েছেন সুমিত ঘোষ, শম্পা দাস, ভোলা দা, মুনমুন মুখার্জী, নীতা কবি মুখার্জী, ইব্রাহিম মণ্ডল, আবির্ভাব ভট্টাচার্য্য, রথীন পার্থ মণ্ডল, মৌসুমী ভৌমিক, অজান্তা রায় আচার্য্য।




কবিতা পাঠ, বই ও পত্র-পত্রিকা উদ্বোধন, আলোচনা, পুরস্কার বিতরণ, সঙ্গীত পরিবেশন, প্রভৃতি মঞ্চস্থ হয়মুক্ত আহ্বানে সাড়া দিয়ে ইচ্ছুকের অগ্রিম নাম নথিভুক্ত করে কবিতা পাঠে অংশ নেন। কবিতা পাঠ করলেন কমবেশি প্রায় শতাধিক কবি
আয়োজক সংস্থার কর্ণধার সোমনাথ নাগ জানান, নিখিলবঙ্গ কবিতা প্রতিযোগিতায় এবার অংশগ্রহণকারী সংখ্যা ৫৪২৮। ক্রমশঃ বেড়েই চলেছে। এবারে হাইকু নিয়ে আমাদের বিশেষ ভাবনা ছিল, আগামীতেও থাকছে
        তিনি বললেন, সাহিত্যের প্রতিবেদন ও ওয়েবম্যাগাজিন নিয়ে তাদের দুটি নতুন ব্লগস্পোট বেশ সাড়া ফেলেছে অল্প দিনেই। যথাক্রমে https://juthika-sahityapatrika.blogspot.com এবং https://juthikasp-webmag.blogspot.com সেখানে থাকছে ই-সংস্করণও।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী রজত গোস্বামী। চলল সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।



No comments:

Post a Comment