৩৮ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা, উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, January 7, 2019

৩৮ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা, উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী



যুথিকা প্রতিবেদক, বহরমপুর : ৭ জানুয়ারি, সোমবার থেকে শুরু হল ৩৮ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। অতিথি হিসেবে উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যে শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথন, জেলা পরিষদের সভাধিপতি সহ জেলাস্তরের লোকজন।

        উপস্থিত অতিথিদের হাতে প্রকাশিত হল বইমেলা স্মারণিকা এবং উদ্বোধিত আকাশবাণী মুর্শিদাবাদের কেন্দ্রীয় নির্দেশক আশিষ গিরির রচিত গল্প সংকলন সাদা কালো

        এবারের বইমেলায় রয়েছে সংখ্যায় ১৮৯টি স্টল এবং যোগদান করেছে ১০৮টি প্রকাশক। এবারের সংযোজন জেলার লেখকদের জন্য স্টল যেখানে বসে জেলার লেখকরা নিজেদের বই নিজেরাই পড়তে, পড়াতে ও বেচতে পারবেন। পাশে রয়েছে লিটিল ম্যাগাজিন স্টল।


        মুর্শিদাবাদ জেলার স্থানীয় গ্রন্থাগার কৃত্যক আয়োজিত এই জেলা বইমেলা বসেছে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে, চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। মেলায় সাধারণের জন্য প্রবেশ মূল্য মাত্র ৫ টাকা।





No comments:

Post a Comment