বালুরঘাটে হল বরেন্দ্রভূমি সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা - যুথিকা সাহিত্য পত্রিকা

juthika

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

48510280232_eaaf23cf8d_b

Home Top Ad

728x90_4

Post Top Ad

Wednesday, January 9, 2019

demo-image

বালুরঘাটে হল বরেন্দ্রভূমি সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা

45700909725_a16c75b8b5_o
IMG_20190106_144615



যুথিকা ডেস্ক, দক্ষিণ দিনাজপুর : বরেন্দ্রভূমি সাহিত্য উৎসব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মুক্তমঞ্চে ৫ ও ৬ জানুয়ারি দুইদিন ব্যাপি চলল এই অনুষ্ঠান। পাশাপাশি হল লিটিল ম্যাগাজিন মেলাও। আলাপন সাহিত্য পত্রিকা ও উদভাস সাহিত্য পত্রিকা-র যৌথ আয়োজিত এই উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিল অনন্তজ্যোতি ফাউণ্ডেশন।

        অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পত্র-পত্রিকা সহ কবি সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। এখানে সাহিত্যের বিভিন্ন বিভাগের পাঠ এবং সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে আলোচিত হয়।

        মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক ডঃ সমিত কুমার সাহা, গবেষক শিবেন্দু শেখর মিশ্র, কবি-প্রাবন্ধিক রাজীব ঘাঁটী, ছড়াকার কাশীনাথ দাশগুপ্ত, সাহিত্যিক মৃণাল চক্রবর্তী, অধ্যক্ষ ডঃ মহেন্দ্র বিশ্বাস, দক্ষিণ দিনাজপুরের জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী প্রমুখ। তাঁরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

        গুণীজনদের বরেন্দ্রী সাহিত্য সম্মাননা স্মারক ও সম্মাননাপত্রে সম্মানিত করে উদ্যোগতারা। বরেন্দ্রভূমি সাহিত্য উৎসবে শতাধিক কবি সাহিত্যিক স্বরচিত সৃজনশীল সাহিত্যকর্ম উপস্থাপনা করে উৎসব সম্মাননা পত্রে সম্মানিত হন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সম্পাদক বাপ্পাদিত্য দে এবং কবি-প্রাবন্ধিক রাজীব ঘাঁটী।

        উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক শুভঙ্কর রায় এবং প্রবীর চন্দ্র দাস জানান, বরেন্দ্রভূমি সাহিত্য উৎসব এবারেই প্রথম আয়োজন। এমন অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।

No comments:

Post a Comment

Notice

Contact Form

Name

Email *

Message *