Post Top Ad

Saturday, December 29, 2018

Home
আসন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা
নতুন বছরে নিখিলবঙ্গ কবিতা উৎসব ও লিটল ম্যাগাজিন বই মেলা হতে চলেছে একসাথে
নতুন বছরে নিখিলবঙ্গ কবিতা উৎসব ও লিটল ম্যাগাজিন বই মেলা হতে চলেছে একসাথে
যুথিকা প্রতিবেদক, কলকাতা ও কল্যাণী : নতুন সনে অর্থাৎ ২০১৯-এ আবারও যুথিকা সাহিত্য
পত্রিকা আয়োজিত নিখিলবঙ্গ কবিতা উৎসব হতে চলেছে। তবে বিগত বছরের চিরাচরিত ধারার
বাহিরে গিয়ে অর্থাৎ শহর কলকাতার বাহিরে এই সাহিত্য উৎসবের পরিকল্পনা করা হয়েছে। ২৩
জানুয়ারি-তে অনুষ্ঠিত হতে চলা এই উৎসবে চমক থাকছে একগুচ্ছ।
সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত এই উৎসব
হবে নদিয়া জেলায়, কল্যাণী সীমান্ত ষ্টেশন লাগোয়া ডরমেটরি প্রাথমিক বিদ্যালয়ের
সন্নিকটে। ব্যাবস্থাপনায় থাকছে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত মুক্তি
সাহিত্য পরিষদ। এবারে আয়োজক যুথিকা সাহিত্য পত্রিকা, ভারত সরকার কর্তৃক অনুমোদিত।
নিখিলবঙ্গ কবিতা উৎসব ২০১৯ এর সঙ্গে লিটল
ম্যাগাজিন বই মেলা ২০১৯-ও অনুষ্ঠিত হতে চলেছে যুগপত ভাবে। এই লিটল ম্যাগাজিন বই
মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রকাশক, পত্র-পত্রিকা, বিক্রেতাদের মুক্ত আমন্ত্রণ জানানো
হচ্ছে নাম নথিভুক্ত করণের মাধ্যমে, বিনা এন্ট্রি ফী-তে।
অনুষ্ঠান সূচির মধ্যে রাখা হয়েছে - লিটল
ম্যাগাজিন বই মেলা, কবিতা পাঠ, বই ও পত্র-পত্রিকা উদ্বোধন, আলোচনা, পুরস্কার
বিতরণ, সঙ্গীত পরিবেশন, প্রভৃতি। কবিতা পাঠে ইচ্ছুকদের নাম নথিভুক্ত করার জন্য
মুক্ত আহ্বান ও আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
আয়োজকদের তরফ থেকে বিশেষভাবে আমন্ত্রণ
জানানো হয়েছে যথাক্রমে – মাৎসুয়ো বাশো স্মৃতি পুস্কার প্রাপক, নিখিলবঙ্গ কবিতা প্রতিযোগিতায় বিজয়ী,
মুক্তি সাহিত্য সম্মাননা প্রাপক এবং স্বরচিত কবিতা পাঠে ইচ্ছুক নাম নথিভুক্তকেরা।
এবছর (২০১৯) নিখিলবঙ্গ
কবিতা প্রতিযোগিতায় বিজয়ী ঘোষিত হয়েছেন – সুতপা পূততুণ্ড, বহিশিখা ঘোষ,
বিশ্বজিৎ মাইতি, শান্তনু দে, স্বপন রায়, স্নিগ্ধ ব্যনার্জী, শুভম দত্ত, সুপ্রীতি
ঘরামী, শম্পা দাস, চিরঞ্জীৎ সরকার, প্রবীর কুমার চৌধুরী, অসীম সরকার, প্রিয়াঙ্কা
মণ্ডল, ডঃ রিনা রাণী রায়, পিনাকী বসু, মৌসুমী ভৌমিক, ভোলা দা, তীর্থঙ্কর সুনীত,
সোমনাথ দফাদার, মুনমুন মুখার্জী, শুভজিৎ সরকার, মানসী মিশ্র হালদার, সৌম্য স্বপন
চক্রবর্ত্তী, কাজল দাস, বিনিময় দাস, সঞ্জয় ব্যানার্জী, শিব ষঙ্কর বক্সী, নয়ন মনি
মিশ্র, মনিকান্ত সার, দেবপ্রসন্ন বিশ্বাস, চিরঞ্জিৎ সাহা, বিমান পাত্র, অজান্তা রায়,
শঙ্কর নাথ প্রামাণিক, নীতা কবি মুখার্জী, ইব্রাহিম মণ্ডল, আবির্ভাব ভট্টাচার্য্য,
সুনীল করণ, ডলি মুখার্জী, রথীন পার্থ মণ্ডল এবং হামিম হোসেন মণ্ডল। প্রথা অনুযায়ী
অনুষ্ঠান মঞ্চে প্রাপ্ত স্থান ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার তথা
সম্পাদক সোমনাথ নাগ।
হাইকু কবিতা লেখার জন্য মাৎসুয়ো বাশো স্মৃতি পুরস্কার পেতে চলেছেন – সুধাংশু চক্রবর্ত্তী, খগপতি
বন্দ্যোপাধ্যায়, মোঃ বাদল গাইন, সন্তোষ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় কুমার মুখোপাধ্যায়,
পল্লবী ঘোষ, জয়শ্রী
রায়মৈত্র, তীর্থঙ্কর সুমিত, শম্পা দাস, অরুণ ভট্টাচার্য্য, সিন্ট মাইতি, রথীন
পার্থ মণ্ডল, শঙ্কর নাথ প্রামাণিক, মৌসুমী ভৌমিক, পিনাকী
বসু, শিলাবৃষ্টি, পলাশ নষ্কর, দেবীকা নষ্কর, অনিমেষ মণ্ডল, শিউলি মণ্ডল, দেবাঞ্জন
বেরা, মনিকান্ত সার, অনির্বান বিশ্বাস, মোঃ মনি মল্লিক, শ্রীমন্ত দে, সুমন কুমার
সাহু, স্বপন রায়, রাজীব পাল, গৌরী রায় চৌধুরী, সুদর্শন প্রতিহার, অমরজিৎ মণ্ডল,
হামিম হোসেন মণ্ডল, ষষ্ঠি কুমার দাস, অসীম সরকার, নারায়ণী দত্ত, স্বপন রুইদাস, জয়ন্তী
দেবনাথ, দেবপ্রসন্ন বিশ্বাস, পারিজাত ঘোষ এবং অষ্টপদ মালিক।
মুক্তি সাহিত্য সম্মাননা প্রাপকদের তালিকা
অনুষ্ঠানে জানা যাবে বলে জানিয়েছে মুক্তি সাহিত্য পরিষদ।
Tags
# আসন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা
Share This

About যুথিকা সাহিত্য পত্রিকা
আসন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা
Labels:
আসন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment