চলে গেলেন বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, December 26, 2018

চলে গেলেন বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী-র শবদেহ। - ছবি : সংগৃহীত


যুথিকা ডেস্ক, কলকাতা : ২৫ ডিসেম্বর, মঙ্গলবার, যীশু দিবস অর্থাৎ বড়দিনে দুপুর সাড়ে বারোটা নাগাদ হৃদরোগের আক্রান্তে মৃত্যুলোক ছাড়লেন কলকাতার যীশু স্রষ্টা। ৯৪ বছর বয়সী এই বর্ষীয়ান বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী-র এই প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ সহ পুরো বাংলা। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভা প্রশন্ন সহ বিশিষ্ট জনেরা। গভীর শোকপ্রকাশ করেছে যুথিকা সাহিত্য পত্রিকা গোষ্ঠী। শোকপ্রকাশ করেছে জেলাস্তরের ছোট পত্র-পত্রিকা গোষ্ঠীগুলি।


রাজা তোর কাপড় কোথায় এই আপ্ত প্রশ্ন তোলা মানুষটি আজ আর রইলনা! সেই উলঙ্গ রাজা (কাব্যগ্রন্থ) দেখিয়ে তিনি সাহিত্য আকাডেমি পুরস্কার পেয়েছিলেন ১৯৭৪ সালে। দৈনিক প্রত্যহ পত্রিকার এই ফর্মাল সাংবাদিকের শবদেহ কলকাতায় রবীন্দ্র সদন চত্বরে রাখা ছিল বিকেল চারটা থেকে ঘন্টা দুয়েক। এরপর বাঙুর অ্যাভিনিউ, কবির বাড়ি হয়ে যায় নিমতলা মহাশ্মশান। ২০১৭ সালে রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মাননা প্রাপ্ত এই কবির প্রথম কাব্যগ্রন্থ ছিল নীল নির্জন

No comments:

Post a Comment