বিশিষ্ট শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মুজমদারকে সংবর্ধনা জ্ঞাপন করল প্রভাত - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, December 9, 2018

বিশিষ্ট শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মুজমদারকে সংবর্ধনা জ্ঞাপন করল প্রভাত


যুথিকা ওয়েবডেস্ক, হাওড়া : রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ সাহিত্য পত্রিকা 'প্রভাত' এর পক্ষ থেকে এদিন গোধূলি লগ্নে বিশিষ্ট শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মুজমদারকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো হাওড়ার দাশনগরে তাঁর নিজ বাসভবনে। এটা একটি সৌজন্য সংবর্ধনা বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক।




পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক কবি  কান্ডারী  সুদিন রহমান, কবি কানাইলাল দাস,কবি  উদয়ন সিনহা। ওঁনার লেখায় আগামী সংখ্যা গুলো আরও সমৃদ্ধ হবে বলে আশা রাখেন পত্রিকার কর্মকর্তারা।

No comments:

Post a Comment