ঐতিহ্যসিক পলাশির প্রান্তরে সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, November 7, 2018

ঐতিহ্যসিক পলাশির প্রান্তরে সাহিত্য সম্মেলন ও সংবর্ধনা



যুথিকা প্রতিবেদক, নদিয়া : সাহিত্যের এক আসর হয়ে গেল নদিয়ার ঐতিহাসিক পলাশিতে। নবাব সিরাজ উল দোল্লা বনাম ইংরেজ লর্ড ক্লাইব বাহিনীর যুদ্ধ যা কিনা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে খ্যাত, যে যুদ্ধে বাংলা তথা ভারত স্বাধিনতা হারিয়ে পরাধিন হয়ে দীর্ঘ ২০০বছর দাসত্ব খেটে ছিল ইংরেজদের, সেই পলাশির প্রান্তরে পলাশি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক সাহিত্য সম্মেলন।

সোমবার দুপুর ২টো থেকে শুরু হয় এই সাহিত্য বাসর। আয়োজনে ছিল সৈয়দ আহ্সান আলী সাহিত্য চর্চা কেন্দ্র ও প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট। এপার বাংলা ওপার বাংলার কবি সাহিত্যিকদের অংশগ্রহণ ছিল। বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক কবি প্রাণকৃষ্ণ সরকার এবং সম্পাদিকা শাহনাজ পারভীন শান্তি। নদিয়া, মুর্শিদাবাদ এমনকি ঝাড়খন্ড থেকে কবিরা উপস্থিত ছিলেন। নির্বাচিত কবি সাহিত্যিক ও সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয় উক্ত সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে।


উপস্থিত ছিলৈন শর্মিষ্ঠা মুখার্জী, সুপ্রিয়া ঘোষ, ডা তাপসী ভট্টাচার্য, উমাপদ মাহাতো প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক বিধানঘোষ ও সৈয়দ শীষ মহম্মদ মীর। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও নতুন গতি পত্রিকার বিভাগীয় সম্পাদক আব্দুর রউফ, প্রধান অতিথি হিসেবে ছিলেন জয়নূল আবেদীন।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার বলেন, কোনো জাতি বা দেশ মর্যাদার সাথে থাকতে গেলে সাহিত্য সাংস্কৃতি চর্চার প্রয়োজন। কবি শীষ মহম্মদ বললেন, সমস্ত রকমের ধর্ম শাস্ত্র‌ সব‌ই কাব্যকথা; সাহিত্য সংস্কৃতি দ্বারা আমারা আমাদের সন্তানেরা সুস্থ সমাজ জীবন পেতে পারি।

No comments:

Post a Comment