প্রভাত সাহিত্য পত্রিকার শারদ সংকলন প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

juthika

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

48510280232_eaaf23cf8d_b

Home Top Ad

728x90_4

Post Top Ad

Wednesday, November 7, 2018

demo-image

প্রভাত সাহিত্য পত্রিকার শারদ সংকলন প্রকাশ

45700909725_a16c75b8b5_o
IMG-20181108-WA0005



যুথিকা ডেস্ক : গ্রামীণ বাংলায় সাহিত্য চর্চার সাথে যুক্ত সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্য নিয়ে খড়্গপুরের গ্রামীণ এলাকায় উদীয়মান তরুণ কবি কান্ডারী সুদিন রহমান ও শংকর চক্রবর্তীর উদ্যোগে স্থানীয় শিক্ষানুরাগী ও সাহিত‍্যনুরাগীদের সহযোগিতা ও উৎসাহে সাহিত্যচর্চার সাথে উৎসাহী কিছু যুবকের সহযোগিতায় পথচলা শুরু করেছে ত্রৈমাসিক 'প্রভাত সাহিত্য পত্রিকা'। 

এই পত্রিকার প্রথম শারদ সংকলন প্রকাশিত হলো বুধবার। এদিন বিকেলে খড়্গপুর ২নং ব্লকের সাঁকোয়া অঞ্চলের সাঁকোয়ালকের ফ্রেন্ডস সোসাইটি মঞ্চে উপস্থিত  অতিথিদের সমবেত প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পত্রিকার শারদ সংকলন প্রকাশ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যানুরাগী কানাই লাল জানা। প্রধান অতিথি ছিলেন শিক্ষারত্ন কৃতী প্রধান শিক্ষক দিলীপ রাউৎ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত‍্যপ্রেমী কণক ঘোষ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আলী, অতনু ঘোষাল, ফসিউর রহমান, রামপদ ঘোড়ই, অশ্বিনী সুর,  সুশান্ত দাশ, প্রদীপ রাউল, গোপাল হাজারা, প্রদীপ পাল সহ আর‌ও অনেকে। 


প্রভাত সাহিত্য পত্রিকার উদ্দেশ্য "সুপ্ত প্রতিভার বিকাশ"-কে উপস্থিত সকলে তারিফ করেন। পাশাপাশি  সাহিত্যচর্চার প্রসার ও পত্রিকার বিকাশে অতিথিগণ নানা পরামর্শ দেন। কবিতা পাঠ, আবৃত্তিতে জমে ওঠে পত্রিকার শারদ সংকলন প্রকাশ অনুষ্ঠানটি।

No comments:

Post a Comment

Notice

Contact Form

Name

Email *

Message *