নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের ৪০-তম উড়িষ্যায় সর্বভারতীয় সম্মেলন - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Saturday, October 27, 2018

নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের ৪০-তম উড়িষ্যায় সর্বভারতীয় সম্মেলন



যুথিকা ডেস্ক, কলকাতা : উড়িষ্যায় কাটাভাঞ্জিতে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের ৪০-তম সর্বভারতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার, ২৭ অক্টোবর।

উপস্থিত ছিলেন সংসদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক আনসার উল হক, প্রেসিডেন্ট অধ্যাপক নরেন্দ্র প্রসাদ দাস, ভাইস প্রেসিডেন্ট ডক্টর যুগলকিশোর সারেঙ্গী ও অর্গানাইজিং সেক্রেটারি বিরিঞ্চি নারায়ন দাস সহ আর‌ও অনেকে।

অনুষ্ঠানে পশ্চিমবাংলার ৩০ জনাধিক আমন্ত্রিত কবি সাহিত্যিক সহ হয়ে দেশ ও বিদেশের ১৭৫ জনাধিক কবি ও শিশু সাহিত্যিক উপস্থিত ছিলেন। 

এই জাতীয় স্তরের সাহিত্য সম্মেলনটি চলবে দু'দিন।

অনুষ্ঠানে বিশেষ সম্মানীত হয়ে উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদ বললেন "ছোট থেকেই শিশুদেরকে সঠিক শিক্ষা দিতে হবে এবং বিজ্ঞানমনস্ক ছড়ার মাধ্যমে তাদেরকে উচ্চ শিক্ষিত করার ভিত তৈরি করতে হবে।"

1 comment:

  1. সকল দেশবাসী কে ২০২২ সালেরশুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই ।

    ReplyDelete