বড়দিনে মন্থন সাহিত্য পত্রিকার বার্ষিক
অনুষ্ঠান ও পুরস্কার প্রদান
যুথিকা ডেস্ক, কলকাতা : খ্রিস্টমাস উৎসবের দিন
কলকাতায় কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তর ২৪
পরগনা জেলা থেকে প্রকাশিত 'মন্থন সাহিত্য পত্রিকা'। 'বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি'র অন্তর্ভুক্ত এই সাহিত্য পত্রিকাটির সংখ্যা প্রকাশ হয় এদিন। অনুষ্ঠানে
স্বচ্ছ সংবাদ পরিবেশনার জন্য পুরস্কৃত করা হয় পাক্ষিক ই-কাগজ 'বুলবুলের বৈঠকখানা'র সম্পাদক, সাংবাদিক
হামিম হোসেন মণ্ডল ওরফে বুলবুল-কে। এছাড়া তিনটে সাহিত্য পত্রিকার সম্পাদক এবং
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন
একাডেমির চেয়ারম্যান সোমনাথ নাগ, মন্থনের সম্পাদিকা সুতপা পূততুণ্ড সহ কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীরা। অনুষ্ঠানে কবিতা পাঠ, শ্রুতিনাটক, সংগীত পরিবেশিত হয়।
No comments:
Post a Comment