যুথিকা ডেস্ক : ২৬ ডিসেম্বর বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে ৪১তম মুর্শিদাবাদ জেলা বইমেলা উদ্বোধন করেগেলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, নেতারা। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা ৩০মিনিট পর্যন্ত মেলা চলত। বইমেলাটা শেষ হল ১ জানুয়ারি ২০২২। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদের স্থানীয় গ্রন্থাগার কৃত্যক এই বইমেলার আয়োজন করেছে। এবার প্রবেশ মূল্য ছিল না। কবি সম্মেলনও করা হয়নি। মেলায় লিটল ম্যাগাজিন স্টলে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি সমর্থিত 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকী ছাড়া উপস্থিত তথা ফেস্টুন টাঙানো ছিল সবকটাই বহরমপুরের লিটল ম্যাগাজিনের। শহরের বাইরে আর কোনো লিটল ম্যাগাজিন এখানে দেখাযায়নি।
No comments:
Post a Comment