বর্ণাঢ্য সাহিত্য সভা মুর্শিদাবাদের জঙ্গিপুর রবীন্দ্রভবনে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, September 5, 2021

বর্ণাঢ্য সাহিত্য সভা মুর্শিদাবাদের জঙ্গিপুর রবীন্দ্রভবনে



 বর্ণাঢ্য সাহিত্য সভা মুর্শিদাবাদের জঙ্গিপুর রবীন্দ্রভবনে

 

যুথিকা ডেস্ক, জঙ্গিপুর : ২২ আগস্ট মুর্শিদাবাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ রবীন্দ্রভাবনে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে সবুজ বার্তা সংবাদ পত্রিকা এবং আনন্দমুখর সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে। সেই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ মো: সোহরাব। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট লেখক কাজী আমিনুল ইসলাম এবং উদ্বোধনী সংগীত পরিবেশনা করেন সংগীত শিল্পী জয় কুমার ধারার। 

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সভার আহ্বায়ক তথা সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ। ছিলেন আনন্দমুখর সাহিত্য পত্রিকার সুপর্ণা রায়। প্রায় ১৫০ জন কবি-সাহিত্যিক এবং মুর্শিদাবাদ জেলার সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে শরৎচন্দ্র স্মৃতি সম্মাননা প্রদানে সম্মানীত করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি খলিলুর। এছাড়াও ছিলেন দৈনিক পুবের কলম সংবাদপত্রের রিপোর্টার মুস্তাক আলী, সমাজসেবী তায়েদুল ইসলাম, জয়নূল আবেদীন, মনিরুল ইসলাম প্রমুখ। 

বিশিষ্ট লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন কুনাল কান্তি দে, কবিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, তাহসিনুল ইসলাম, গফুর শেখ, তানজিলাল সিদ্দিকী, জয়কুমার ধারা, সিলন হাজরা, লক্ষণ দাস, সাধন কুমার রক্ষিত প্রমূখ। স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ছিল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সহ আরও চারটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোমনাথ কর, গোলাম কাদের এবং মোঃ ইমরান হোসেন।

(সম্পাদনা/হামিম হোসেন মণ্ডল)

 

No comments:

Post a Comment