‘কাব্যকণ্ঠ’ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, September 27, 2021

‘কাব্যকণ্ঠ’ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন

 



কাব্যকণ্ঠ পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন

 

যুথিকা ডেস্ক : ১৯ সেপ্টেম্বর, রবিবার নদিয়ার নাকাশিপাড়ার ধনজ্ঞয়পুর ইউ এল এস প্যাকস লিমিটেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ও কবি সম্মেলন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিন, কবি নীলাদ্রি শেখর সরকার,রহমতুল্লাহ,  জয়নাল আবেদিন, শ্যামাপ্রসাদ ঘোষ, দেবজ্যোতি কর্মকার সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত কবি প্রবীর আচার্য্য ও বিশিষ্ট গবেষক সুধীর চক্রবর্তীকে স্মরণ করা হয়। পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট গবেষক ও অধ্যাপক ড. দেবনারায়ন মোদক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ঐশিকী সরকার। স্বাগত ভাষণ দেন পত্রিকা সম্পাদক দীনমহাম্মদ সেখ। জারিগান পরিবেশন করেন বিশিষ্ট জারি শিল্পী আজিমউদ্দিন মন্ডল, রেজাউল করিম, কিয়ামত দফাদার। কবিতা পাঠ করেন দিলীপ পাল, মহাদ্দেস সেখ, মোঃ ইজরাইল সেখ, আজিজুল হক মন্ডল, ফজলুর রহমান মন্ডল, সুপর্ণা রায়, সাবির হোসেন, হামিদুল ইসলাম সেখ সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে প্রায় আশি জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ধর্মেন্দ্র বিশ্বাস ও আবু সাইদ মন্ডল। এমন অনুষ্ঠানে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।



No comments:

Post a Comment