বিবিএসএ ও সোনালী স্বপ্ন স্রোতের ‘বর্ধমান কবিতা উৎসব ২০২১’ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, September 27, 2021

বিবিএসএ ও সোনালী স্বপ্ন স্রোতের ‘বর্ধমান কবিতা উৎসব ২০২১’

 




বিবিএসএ ও সোনালী স্বপ্ন স্রোতের বর্ধমান কবিতা উৎসব ২০২১

 

 

যুথিকা ডেস্ক, বর্ধমান : ২৫শে সেপ্টেম্বর, যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক সাহিত্যবন্ধু সোমনাথ নাগের ব্যাবস্থাপনায় এবং তাঁর প্রতিষ্ঠিত বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অর্থাৎ বিবিএসএ ও এই একাডেমীর অন্তর্ভুক্ত সোনালী স্বপ্ন স্রোত সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে করোনা বিধিনিষেধ মেনেই বর্ধমানের জাগরী সভাগৃহে বর্ধমান কবিতা উৎসব ২০২১ অনুষ্ঠিত হল।

অনুষ্ঠানে ৩৬ জন কবিকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও চার জন কবিকে সোনালী স্বপ্ন স্রোত কাব্যরত্ন উপাধি সম্মাননা দেও‌য়া হয়েছে। এই অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রধান উপদেষ্টা তথা মেঘদূত সাহিত্য পত্রিকার সম্পাদক তথা কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, ক্যালিফোর্নিয়ার নিবাসী প্রবাসী বাঙালি সাহিত্যিক চিত্রা দাশগুপ্ত, অক্ষর সোপান কাব্যের স্রষ্টা তথা কবি মনোরঞ্জন আচার্য্য, সোনালী স্বপ্ন স্রোত পত্রিকার সম্পাদিকা সামিনা খাতুন, বিবিএসএ-এর চেয়ারম্যান ও পরমাণু কাব্যস্রষ্টা তথা কবি সোমনাথ নাগ, হাইকু কবি অমরজিৎ মন্ডল, কবি সুপ্রভাত সেনগুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে সোনালী স্বপ্ন স্রোত সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় সাথে সাহিত্যিক চিত্রা দাশগুপ্তের বৃহত গল্পগ্রন্থ মন ময়ূরী প্রকাশিত হয়েছে। সঙ্গীত, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ সবমিলিয়ে অনুষ্ঠানটি বর্ণাঢ্য রূপ নিয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন দীপায়ন পত্রিকার সম্পাদিকা কবি শিলাবৃষ্টি।

 


No comments:

Post a Comment