পঞ্চবান কবিতা উৎসব ও কবি সম্মেলন ২০২১
জেএসপি ডেক্স, কলকাতা : ২৮ ফেব্রুয়ারি কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাষ্ট সভাগৃহ অনুষ্ঠিত হলো
আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব ও কবি সম্মেলন ২০২১। পঞ্চবান কাব্য চর্চা পর্ষদ
এবং বিনোদন সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সাহিত্যবন্ধু সোমনাথ নাগ। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
বর্ষীয়ান কবি দেবপ্রসাদ বসু, কবি সঞ্জয় কুমার
মুখোপাধ্যায়, সাহিত্যিক দিলিপ রায়, আনন্দ
প্রকাশনের প্রকাশক নিগমান্দ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ২৬১ জনের পঞ্চবান কাব্য নিয়ে
পঞ্চবান কাব্য সংকলন ছাড়াও কবি মনোরঞ্জন আচার্য্যের অক্ষর সোপান, কবি আশা সরকারের কবিতা তোমাকে দিলাম ও সাহিত্যিক সুশান্ত ঘোষের উপন্যাস
হৃদয় কথাবলে প্রকাশিত হয়। শতাধিক কবি পঞ্চবান কবিতা পাঠ করেন। সঞ্চালনা করেন কবি
সুশান্ত ঘোষ। আন্তর্জাতিক পঞ্চবান কবি সম্মাননা প্রদান করা হয় ১২০ জন পঞ্চবান
কবিকে।




No comments:
Post a Comment