পত্রিকা ও গ্রন্থ পেয়ে স্নেহের পরশ ও আশির্বাদ তরুণ সম্পাদককে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Friday, March 26, 2021

পত্রিকা ও গ্রন্থ পেয়ে স্নেহের পরশ ও আশির্বাদ তরুণ সম্পাদককে

 

অনুভূতির কথায় কৃষ্টিগত সাময়িকীর সম্পাদক হামিম হোসেন মণ্ডলের কাঁধে আর্শিবাদের ও ভরসার হাত রেখে পত্রিকা ও গ্রন্থ হাতে বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী আরণ্যক বসু।



পত্রিকা ও গ্রন্থ পেয়ে স্নেহের পরশ ও আশির্বাদ তরুণ সম্পাদককে


জেএসপি ডেক্স : আন্তর্জাতিক ভাষা দিবসের পর দিন কলকাতায় ত্রিপুরা হিত সাধনী সভা গৃহে সৈয়দ আহাসান আলী স্মৃতি রক্ষা সমিতি আয়োজিত এক সংবর্ধনা সভা ও সাহিত্য উৎসবে বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী আরণ্যক বসুর হাতে বাংলার জনপ্রিয় পত্রিকা 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকীর প্রথম সংখ্যাটি তুলে দিলেন ওই সাময়িকীটির সম্পাদক হামিম হোসেন মণ্ডল। এছাড়াও তার সম্পাদিত একটি যৌথ কাব্য সংকলন 'নবরত্ন' তুলে দিলেন কবির হাতে। পত্রিকাটি ও গ্রন্থটি পেয়ে খুব‌ই খুশি হয়ে কবি আরণ্যক বসু সম্পাদক হামিম হোসেন মণ্ডলকে স্নেহ ও আশির্বাদ দিলেন।

উল্লেখ্য, এইদিন অনুষ্ঠানে সম্মাণীত ২২ জন সংবর্ধিত হন। তার মধ্যে ছিলেন কবি আরণ্যক বসু, সাহিত্যিক আনসার‌উদ্দিনদের সঙ্গে কবি হামিম হোসেন মণ্ডল‌ও। উপস্থিত ছিলেন আয়োজক স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ, সভাপতি বাদশা জাহাঙ্গীর প্রমুখ।

 


No comments:

Post a Comment