পরমাণু কবিতা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘যুথিকা সাহিত্য পত্রিকা’র - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, March 29, 2021

পরমাণু কবিতা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘যুথিকা সাহিত্য পত্রিকা’র

 



পরমাণু কবিতা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন যুথিকা সাহিত্য পত্রিকা

 

 

হামিম হোসেন মণ্ডল, কলকাতা : ২১ মার্চ, বিশ্ব কবিতা দিবসে করোনার সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলে বাংলা ভাষায় প্রথম পরমাণু কবিদের নিয়ে কলকাতার শিয়ালদহ সংলগ্ন কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাষ্ট ভবনে প্রথম আন্তর্জাতিক পরমাণু কবি সম্মেলন করল কলকাতা-১৪৭ সুভাষগ্রাম থেকে প্রকাশিত 'যুথিকা সাহিত্য পত্রিকা'। অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিম বাংলা, বাংলাদেশ এবং এর বাইরে থাকা বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত বাঙালী অতিথি প্রতিনিধি কবিরা। বিশিষ্টদের মধ্যে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে কবি রানা জামান। এছাড়া, পশ্চিম বাংলার বর্ষিয়ান কবি দেবপ্রসাদ বসু, সাহিত্যিক উপল দত্ত, কাব্যভারতী কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ও নারায়ণী দত্ত, সাহিত্যবন্ধু সোমনাথ নাগ, ত্রিপুরার কাব্যজ্যোতি কবি সুশীল চন্দ্র গোপ প্রমুখ। 

    যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক তথা কর্ণধার সোমনাথ নাগের প্রচেষ্টায় যুথিকা সাহিত্য পত্রিকার আয়োজনে বাংলা ভাষার ওপর এই প্রথম আন্তর্জাতিক পরমাণু কবি সম্মেলন অনুষ্ঠিত হল। ১০৪ জন কবিকে তাঁদের লেখা পরমাণু কাব্যের একক গ্রন্থ প্রকাশ করে ১০ কপি করে প্রদান করা হয়। সাথে ৮ জন কবিকে "পরমাণু কাব্য সাধক" ও ৭০ জন কবিকে "পরমাণু কাব্য সারথী" এবং কবি দেবপ্রসাদ বসুকে "পরমাণু কাব্য সম্রাট" উপাধি সম্মাননা প্রদান ক‍রা হয়েছে। উপস্থিত কবিরা পরমাণু কবিতা পাঠে অংশ নেন, পরমাণু কবি ও কাব্যের মহামিলন ক্ষেত্রের রূপ নেয়। এদিন একক পরমাণু কাব্যের বই ছাড়াও আরোও কয়েকটি অন্য ঘরানার বই প্রকাশ করা হয়েছে। ২৮ জন পরমাণু কবিদের কাব্য নিয়ে "পরমরেণু" নামে একটি যৌথ কাব্য সংকলনেরও মোড়ক উন্মোচন করা হয়েছে। এই "পরমরেণু"-তে লিখেছেন কবি দেবপ্রসাদ বসু, কবি ড. পিনাকী বসু, কাব্যশ্রী কবি হামিম হোসেন মণ্ডল, কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, কবি অসীম সরকার প্রমুখ। প্রকাশিত হয়েছে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত মুর্শিদাবাদ জেলার গাঙ্গিন থেকে প্রকাশিত কবি ষষ্ঠী কুমার দাস সম্পাদিত শ্রদ্ধাঞ্জলী সাহিত্য পত্রিকার সংখ্যাও। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী দেবীকা বন্দ্যোপাধ্যায়। সাহিত্যে নিবেদিত প্রাণ সাহিত্যবন্ধু সোমনাথ নাগ বলেন, পরমাণু কবিতা নিয়ে বাংলা ভাষা কেন কোন ভাষাতেই এর আগে এত বড় আয়জন কখনো কোথাও হয়নি, আমরাই প্রথম বাংলায় পরমাণু কবিতা নিয়ে আলোড়ন তুলেছি। এক সাথে এতগুলো কবির পরমাণু গ্রন্থ প্রকাশ করছি, প্রতি বছর চালিয়ে যেতে চাই।

 


1 comment: