মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে 'আমার মা' গ্রন্থ প্রকাশ ‘অনুভূতির কথায়’ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, January 6, 2021

মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে 'আমার মা' গ্রন্থ প্রকাশ ‘অনুভূতির কথায়’

 



মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে 'আমার মা' গ্রন্থ প্রকাশ অনুভূতির কথায়



জেএসপি প্রতিবেদক, নওদা : পয়লা জানুয়ারি. আনুষ্ঠানিকভাবে প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুল হকের 'আমার মা' গ্রন্থ প্রকাশ করল বাংলার অন্যতম জনপ্রিয় সাহিত্যচর্চার মাধ্যম 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকী, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি ভুক্ত একটি বাংলা পত্রিকা। নতুন বছরের প্রথম দিনে এক সাহিত্য আসরের মধ্যদিয়ে এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে নতুন বছরকে উদ্‌যাপন করল কিছু সাহিত্যপ্রেমী মানুষ কবি ও প্রতিবেদক হামিম হোসেন মণ্ডল সম্পাদিত 'অনুভূতির কথায়'-এর আয়োজনে। 'আমার মা' গ্রন্থটি সম্পাদনা ও প্রকাশনা করেন হামিম হোসেন মণ্ডল, প্রচ্ছদ ও অক্ষর বিন্যাস তার‌ই করা। গ্রন্থটিতে লেখক তার মায়ের কথা ব্যক্ত করেছেন। এখানে সমসাময়িক মা তথা নারীর এবং প্রেক্ষাপটের কথায় পেতে পারে একজন সাধারণ পাঠক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলার অন্যতম সাহিত্য সংগঠক কবি ও সম্পাদক সৈয়দ শীষমহাম্মদ।

ডাকযোগে পেতে যোগাযোগ করুন।
আমার মা


No comments:

Post a Comment