'কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার'-এর সাহিত্য আড্ডা, সংখ্যা উন্মোচন এবং ‘নবরত্ন’ প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Friday, December 25, 2020

'কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার'-এর সাহিত্য আড্ডা, সংখ্যা উন্মোচন এবং ‘নবরত্ন’ প্রকাশ

 'কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার'-এর সাহিত্য আড্ডা, সংখ্যা উন্মোচন এবং নবরত্ন প্রকাশ

 

 


 

নিজস্ব প্রতিবেদক, জেএসপি, কলকাতা : বাংলাদেশের একটি সাহিত্য গোষ্ঠী 'কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার' তাদের কলকাতা শাখার মাধ্যমে ১৭ ডিসেম্বর কলকাতায় একটি সাহিত্য আড্ডা এবং তাদের পত্রিকার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের আয়োজন করে। অনুষ্ঠানটি হয় দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরে, শুরু হয় বিকেল ৩টেয়। কলকাতা শাখার সভাপতি সুব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রদীপোজ্জ্বল করে সূচনা করেন বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক তাপস সাহা, অজিতেশ নাগ, সুকুমার রুজ, সঙ্গীত শিল্পী মুকুল চক্রবর্তী প্রমুখ। তাদের হাতেই মোড়ক উন্মোচন হয় কবিতাকুঞ্জ পরিবার শব্দলিপি পত্রিকার প্রথম সংখ্যা। 'কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার'-এর সভাপতি নিলুফা ইয়াসমিন এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান বাংলাদেশের। ওপার বাংলা থেকে কেউ এদিন ছিলেন না, কেবল এপার বাংলার সাহিত্যানুরাগীরাই আমন্ত্রিত ছিলেন। উপস্থিক ছিলেন বাচিক শিল্পী গৌরী ভট্টাচার্য, শিউলী সরকার, বাচিক ও রন্ধন শিল্পী মিলি দাস, বাচিক ও আবৃত্তিকার সুমনা দত্ত দাস, কবি সুপ্রিয়া ঘোষ, কবি কনিষ্ক শাসমল, কবি মহুয়া চক্রবর্তী, কবি নীপা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে উপস্থিত সকলকে একটি করে মাস্ক দেওয়া হয়েছে এবং হাত স্যানিটারাইজ করা হয়েছে। করোনা বিধি মাথায় রেখে কম সংখ্যাক সাহিত্যপ্রাণ ব্যাক্তিদেরই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান কলকাতা শাখার সভাপতি। কবিরা স্বরচিত কবিতা পাঠ করলেন।

        এছাড়া এদিন মুর্শিদাবাদের অনুভূতির কথায় কৃষ্টিগত সাময়িকীর যৌথ কাব্য সংকলন নবরত্ন প্রকাশিত হয়েছে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে। কাব্যগ্রন্থটিতে কলম ধরেছেন এপার বাংলার নবীন ও প্রবীণ মিলে মোট ৯জন কবি। তারা হলেন সুব্রত ভট্টাচার্য (ঋক তান), আমেরিকা থেকে সফিক আহমেদ, কনিষ্ক শাসমল, মহুয়া চক্রবর্তী, নীপা চক্রবর্তী, চন্দন পাল, শম্পা ঘোষ, হাবিবা খাতুন এবং হামিম হোসেন মণ্ডল (বুলবুল)। গ্রন্থটি সম্পাদনা করেছেন অনুভূতির কথায়-এর সম্পাদক হামিম হোসেন মণ্ডল। ১০০পৃষ্ঠার আইএসবিএন-যুক্ত বোর্ড বাঁধাই এই বইটি বসিরহাটের কর্পোরেট পাবলিসিটি থেকে মুদ্রিত ও পরিবেশিত।



বিজ্ঞাপন


No comments:

Post a Comment