Post Top Ad

Monday, October 7, 2019

আন্তর্জাতিক সাহিত্য প্রতিযোগিতা করতে চলেছে তারা নিউজ নেটওয়ার্ক
আন্তর্জাতিক সাহিত্য প্রতিযোগিতা করতে
চলেছে তারা নিউজ নেটওয়ার্ক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার তারা নিউজ
নেটওয়ার্ক কবি লেখক ও সম্পাদকদের ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা’ প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক
স্তরে যেকোনো প্রকাশিত বই, পত্রিকার প্রতিযোগিতা করতে চলেছে। নিচে তারা নিউজের
প্রচারিত বিজ্ঞপ্তিটি সকল সাহিত্যিক লেখক ও সম্পাদকদের সুবিধার্থে দেওয়া হল।
অংশগ্রহণ করার নিয়মাবলীঃ
লেখদের জন্যঃ আপনারা নিজেদের লেখা সর্বশ্রেষ্ঠ বইটি (আপনার মতে) মনোনয়নের জন্য পাঠাবেন।
সম্পাদকদের জন্যঃ আপনারা নিজেদের সম্পাদিত সেরা গ্রন্থ/যৌথ সংকলনটি(আপনার মতে) মনোনয়নের জন্য
পাঠাবেন।
পত্রিকার জন্যঃ আপনাদের প্রকাশিত পত্রিকার সর্বশেষ তিনটি সংখ্যা মনোনয়নের জন্য পাঠাবেন।
যে
বিষয়গুলি খেয়াল রাখবেনঃ
১) বই/গ্রন্থ/পত্রিকার কোনো বিষয়ভিত্তিক ভেদাভেদ
নেই। প্রতিটি বিষয় সমানভাবে গ্রহণযোগ্য।নিজের উপর বিশ্বাস রাখবেন কারণ নবীন-প্রবীণ সকলকেই গুণমানের ভিত্তিতে সম্মাননার জন্য মনোনীত করা হবে।
২) আপনার নাম, ঠিকানা, ফোন নং, মেল আইডি অবশ্যই বই পাঠানোর পর আমাদের
মেইলে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন।
৩) বই পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রাপ্তি স্বীকার করা
হবে। ধৈর্য্য রাখবেন। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে অবশ্যই যোগাযোগ করবেন।
৪) বই যতক্ষণ না আমাদের হাতে পৌঁছাচ্ছে ততক্ষণ
দায়িত্ব আপনার। ডাক বিভাগ বা কুরিয়ার সার্ভিসের অবহেলার দায় আমাদের নয়।
৫) ৩১ শে অক্টোবরের পর কোনো আবেদন গ্রাহ্য হবে না।
তাই তারাতারি বই পাঠিয়ে দিন। অনুষ্ঠানের দিনক্ষণ সকলকে জানানো হবে। আপনারা
প্রত্যেকে আমন্ত্রিত থাকবেন।
৬) লেখার গুনমানই সর্বোপরি বিচার্য। সম্মাননা
প্রাপকের তালিকাটি নাম, যশ, খ্যাতি বা অর্থের প্রলোভনের দাঁড়িপাল্লায় মেপে সাজানো হবে না।
বই পাঠানোর ঠিকানাঃ অলোক চক্রবর্তী, শীতলাতলা রোড, নেতাজী স্পোর্টিং ক্লাবের নিকটে, পোঃ
নোনাচন্দনপুকুর, বারাকপুর, কোলকাতা - ৭০০১২২
হাতে-হাতে বই জমা করতেঃ গ্রাফিটো আর্ট, ৪৭ সূর্য সেন স্ট্রিট, কলকাতা ৭০০০০৯, দূরভাষঃ ৬২৯০৩৩০২৯৬ (কলেজ
স্ট্রিট এবং শিয়ালদহ্ স্টেশনের সন্নিকটে)।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
FACEBOOK: facebook.com/page/taranews.in
E-MAIL: info.taranewes@gmail.com
WHATSAPP:
8609296811 / MOBILE: 7980869829
Tags
# আসন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা
Share This

About যুথিকা সাহিত্য পত্রিকা
আসন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা
Labels:
আসন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
অনেক অভিনন্দন
ReplyDelete