'স্বপ্নরাগ'এর 'শব্দসেতু বন্ধন' ও সম্মাননা প্রদান এবং কাব্যগ্রন্থ 'অনুভূতির কথায়' প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, October 6, 2019

'স্বপ্নরাগ'এর 'শব্দসেতু বন্ধন' ও সম্মাননা প্রদান এবং কাব্যগ্রন্থ 'অনুভূতির কথায়' প্রকাশ



'স্বপ্নরাগ'এর 'শব্দসেতু বন্ধন' ও সম্মাননা প্রদান এবং কাব্যগ্রন্থ 'অনুভূতির কথায়' প্রকাশ



নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সম্প্রতি (৩ আগস্ট) কলকাতায় 'স্বপ্নরাগ' সাহিত্য পরিবার আয়োজিত দুই বাংলার 'শব্দসেতু বন্ধন উৎসব' অনুষ্ঠিত হয়েছে 'স্বপ্নরাগ'-এর সম্পাদক কৃষ্ণা গুহ রায়ের উদ্যোগে। কলকাতার বউবাজারে, বহুবাজার থানা সংলগ্ন বৌধ ধর্মাঙ্কুর সভা কক্ষে অনুষ্ঠানটি হয়। সেখানে দুই বাংলার সাহিত্য প্রেমীরা উপস্থিত থেকে সাহিত্যানুষ্ঠানকে মুখরিত করে তোলে। দুপুর দেড়টা থেকে শুরু হয় অনুষ্ঠান। বাংলাদেশের ১৫ টি সাহিত্য সংগঠন এবং পশ্চিমবঙ্গের ১১ টি সাহিত্য সংগঠন আমন্ত্রিত ছিল। সংগঠনগুলিকে পুরস্কৃত করে সংগঠকদের বিশেষ ভাবে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মানীত হন ভারত সরকারের জীবনবীমা নিগমের প্রক্তন অধিকর্তা (জামসেদপুর টাটা) পূরবী ঘোষ সহ আরও অনেকে। অনুষ্ঠান আয়োজনে গ্রাফিক্সের জন্য সম্মানীত হন হামিম হোসেন মণ্ডল।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার বিএম জামাল হুসেন। ছিলেন সম্মানীয় অতিথিদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম পুরুষ ও সৌহার্দ্রর কর্ণধার জয়দীপ চট্টোপাধ্যায়, নদীয়া সংবাদের কর্ণধার পুলক বোস, বৌধ ধর্মাঙ্কুর সভার সভাপতি হেমেন্দু বিকাশ চৌধুরী, রূপসী বাংলা টিভি চ্যানেলের 'কবিতার রঙমহল'এর পরিচালক ও সঞ্চালক অঞ্জল চট্টোপাধ্যায় প্রমুখ।

সারম্বরে উন্মোচন হয়েছে দুই বাংলার কবিদের কবিতা তথা লেখায় নিয়ে এবং সংগঠনের লোগো সহ সংগঠকদের ছবি সহ ওপার বাংলা থেকে প্রকাশিত দুই বাংলার সমন্নয়ে 'সাহিত্যবন্ধন' পত্রিকার মোড়ক।

বিশ্বভারতীর অধ্যাপক অভ্র বসু এবং ঐতিহ্য বিশেষজ্ঞ সোমেন সেনগুপ্ত হাত ধরে উদ্বোধন হয়েছে মুর্শিদাবাদ থেকে প্রকাশিত কাব্যশ্রী কবি হামিম হোসেন মণ্ডল সম্পাদিত রাজ্যের ত্রিশজন কবির 'অনুভূতির কথায়' সম্মিলিত কাব্যগ্রন্থটি। বইটিতে কথামুখ লিখেছেন বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী। এছাড়া সুজাতা দাসের অরুনদ্ধতী এবং গীর্বাণ পত্রিকার সংখ্যা প্রকাশিত হয়েছে এদিন।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রম দফতরের প্রাক্তন শ্রম আধিকারিক শ্রীকুমার রায়। সঞ্চালনা করেন টেলিভিশন সঞ্চালিকা পর্না গুপ্ত। সংগীত পরিবেশনা করেন বেতার ও দূরদর্শন খ্যাত শিল্পী শম্পা দেব ও অন্যান্যরা। আবৃত্তি করেন পূরবীসুমন রায়, পৌলমী ভট্টাচার্যের মতো আবৃত্তি শিল্পীরা।




No comments:

Post a Comment