মেঘদূত পত্রিকার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্টে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, March 4, 2019

মেঘদূত পত্রিকার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্টে




যুথিকা ডেস্ক, কলকাতা : ২৭শে ফেব্রুয়ারি কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্টে কবি সুভাষ মুখোপাধ্যায় স্মরণে মেঘদূত পত্রিকার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী, বিশিষ্ট নাট‍্য ব্যক্তিত্ব শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং যুথিকা সাহিত‍্য পত্রিকার সম্পাদক ও বিশ্ব বঙ্গ বাংলা সাহিত্য একাডেমীর চেয়ারম্যান শ্রী সোমনাথ নাগ, বিশিষ্ট চিত্র পরিচালক শ্রী দেবরাজ ব‍্যানার্জি প্রমুখরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মেঘদূত পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় পরিকল্পিত ও পরিচালিত "শ্রুতি ঝংকার" অডিও ভিডিও সিডি প্রকাশ, বই প্রকাশ সহ মেঘদূত পত্রিকার জানুয়ারি সংখ্যা প্রকাশ। প্রকাশিত বইগুলো হলো কবি প্রবীর দে-র লেখা কাব্যগ্রন্থ "অদম্য", কবি নদেরচাঁদ হাজরা-র লেখা কাব্যগ্রন্থ "মুক্ত মনের সন্ধানে", কবি পিনাকী বসুর হাইকু সুধা, কবি রথীণ পার্থ মন্ডলের প্রেমসুধা, কবি সুনীল করণের হাইকুতেই আছি, চৌপদি, পঞ্চপদী, হাইকু সাতসতেরো, কবি রথীণ পার্থ মন্ডলের প্রেমসুধা।

অনুষ্ঠানে মেঘদুত লেখনি সন্মান ২০১৮ এবং মেঘদুত 'আলোকবর্তিকা' সম্মান ২০১৯ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে কবিতা পাঠ গান ও একটি সাহিত্য কুইজ পরিচালনা করেন গল্প সাগর পত্রিকার সম্পাদক শ্রী ভাস্কর আচার্চ্চী। অনুষ্ঠানটি পরিচালনা করেন 'আন্তরিক সাহিত্য পত্রিকার সম্পাদক অন্তরায় সিংহ রায়।



No comments:

Post a Comment