শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্যানুষ্ঠান ‘সৈয়দ আহাসান আলী স্মৃতি রক্ষা সমিতি’র - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Thursday, February 28, 2019

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্যানুষ্ঠান ‘সৈয়দ আহাসান আলী স্মৃতি রক্ষা সমিতি’র



নিজস্ব প্রতিনিধি, যুথিকা ওয়েব, কলকাতা : মুর্শিদাবাদের সৈয়দ আহাসান আলী স্মৃতি রক্ষা সমিতির ২২তম সংবর্ধনা সভা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হল ২০ ফেব্রুয়ারি কলকাতায়। এদিন কলকাতায় অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে দুপুর একটা থেকে শুরু হয় সাহিত্যাসর।
শুরুতেই সদ্য প্রয়াত কবি মুর্শিদাবাদের কাজী কল্পনা ইসলাম ও এমদাদুল হক এবং রাণাঘাটের কাত্তিক মোদক ছাড়াও সম্প্রতি কাশ্মীরে পুলওয়ামায় সেনা জওয়ান শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ও আত্মার শান্তি কামনায় এক মিনিটের নীরবতা পালন করা হয়।
এরপর কবি কোচবিহারের নুরজাহানের ও মেয়ে তুই পরিসনা বোরখা কাব্যগ্রন্থ এবং কাব্যশ্রী কবি হামিম হোসেন মণ্ডল সংকলিত দৈনিকে পত্রদাতা লেখক মুর্শিদাবাদের আজিজুল হকের পত্র গুচ্ছের দর্পণে পত্রগুচ্ছ সংকলনটি উদ্বোধন অর্থাৎ আনুষ্ঠানিক প্রকাশ করা হয় রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের হাতে এবং সাহিত্যিক আবদুর রউফ, কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশের সাংবাদিক আব্দুর রহিম খাঁন, সমাজসেবক অমর চাঁদ কুণ্ডু, সাংবাদিক মানস বন্দোপাধ্যায় ছাড়াও মুর্শিদাবাদের কবি সৈয়দ আহাসান আলীর বড় নাতি অভিনেতা রোহন গামা মীর প্রমুখ।
মুর্শিদাবাদের লেখক আব্দুল মালেক মণ্ডলের গল্পালম্বনে আবিদ হোসেন মণ্ডল পরিচালিত রাঙ্গা দ্য সুপারি কিলার পূর্ণদৈর্ঘ্যের টেলিফিল্মের অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয় এই আসরেই। ২০১৮তে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলা এবং চলতি বছরে এশিয়াখ্যাতি প্রাপ্ত ক্যারাটে রাজীব আনসারি রয়েছেন ছবিটির মুখ্য চরিত্রে অভিনয়ে। মুর্শিদাবাদের খ্যাতনামা নাট্যদল ছান্দীকের কলাকুশলী ছাড়াও ছবিটিতে দেখা যাবে অলোক বিশ্বাস, প্রীতেশ লাহেরী, অরুণাভ রায়, আনারুদ্দিন খাঁন, নিসা, প্রিয়াংকা, গোলাম মুস্তাফা, শীষ মহাম্মদ, আবু বাক্কার, অনুপ চক্রবর্তী, ইব্রাহীম খান প্রমুখ।

এদিন সৈয়দ আহাসান আলী স্মৃতি পুরস্কার ২০১৯ সম্মানিত করা হয় বাংলাদেশের সাংবাদিক আব্দুর রহিম খান, আসামের কবি অপূর্ব কুমার বর্মন, সাহিত্য ঝাড়খণ্ডের নিসার আমিন ও সুভাষ পাল, কোচবিহারের সংগীত শিল্পী অর্পিতা সরকার, বীরভূমের সমাজসেবী অমর চাঁদ কুণ্ডু, বর্ধমানের কবি নূর মহম্মদ, হুগলীর সাংবাদিক সীতানাথ গুইন ও কবি সঞ্চিতা রায় চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের কবি সোনালী মিত্র, চাঁদের মেলা-র সম্পাদক হাওড়ার শিবরাম চক্রবর্তী, কবি দক্ষিণ ২৪ পরগণার হামিদা বানু ও কৃষ্ণ দাস মাইতি, নদীয়ার কবি রবীন্দ্র কুমার হালদার, কবি শ্যামল মণ্ডল ও গল্পকার অজয় কুমার দত্ত এবং মুর্শিদাবাদের কবি গৌতম রাজোয়ার, গল্পকার শাহনাওয়াজ বিশ্বাস, কবি রঘুনাথ চট্টোপাধ্যায়, কিংবন্তী-র সম্পাদক মহাঃ গফুর সেখ ও সংগীত শিল্পী নিউটন বিশ্বাস

এছাড়াও উপস্থিত ছিলেন কবি রীদেন্দিক মিত্র, লেখক আব্দুল মালেক মণ্ডল, পরিচালক আবিদ হোসেন মণ্ডল, সাংবাদিক হামিম হোসেন মণ্ডল, রবি মীর সহ আরও অনেকে। সঞ্চালনা করেন সম্পাদক সৈয়দ শীষ মহাম্মদ ও সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ।






No comments:

Post a Comment