পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শেষ ১৫ জানুয়ারি - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Tuesday, January 15, 2019

পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা শেষ ১৫ জানুয়ারি




যুথিকা সাহিত্য পত্রিকা, কলকাতা : ১১ জানুয়ারি থেকে চলা সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০১৯  শেষ হচ্ছে ১৫ জানুয়ারি। ৫ দিন ব্যাপী চলা এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলাটির উদ্যোগতা হল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি। উক্ত আকাডেমির দ্বিতীয় ভবনে, রবীন্দ্রসদন-ওকাকুরা ভবন ও সংলগ্ন প্রাঙ্গণে এই মেলার আয়োজন হয়।

এই মেলায় অংশ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির সচিব ও যুগ্ম তথ্য অধিকর্তা গৌতম গাঙ্গুলী লিখিতভাবে চিঠি করে আমন্ত্রণ জানান বাংলার লিটল ম্যাগাজিনের সম্পাদকদের। প্রথম দিন সকাল ১০টা থেকে ২টোর পর্যন্ত লটারির মাধ্যমে স্টল বন্টন করা হয়। এখানে আমন্ত্রিত পত্রিকারই কেবল স্টলের সুযোগ ছিল।

এখানে ৩০০ টি লিটল ম্যাগাজিনের সম্ভার ছিল। ৩০০ কবি-লেখকের সম্মিলন স্মারক সম্মান, স্মারক বক্তৃতা, প্রদর্শনী, গান ছল আকর্শনীয় বিষয়।


No comments:

Post a Comment