আর কখনো লিখবেননা কবি কার্তিক মোদক, চললেন অদৃশ্য জগৎ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Friday, January 18, 2019

আর কখনো লিখবেননা কবি কার্তিক মোদক, চললেন অদৃশ্য জগৎ

চিকিৎসাধীন কবি কার্তিক মোদক।  - সংগৃহিত চিত্র

যুথিকা প্রতিবেদক, নদিয়া : কবি কার্তিক মোদক, বাংলা সাহিত্যে একটি সুপরিচিত নাম। প্রবীণ সেই কবি ও সম্পাদক কার্তিক মোদক আজ শুক্রবার ভোর বেলা চিরবিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার জগতে। তিনি সীমান্ত সাহিত্য পত্রিকার সম্পাদনা করতেন। ৭ জানুয়ারি তাঁর জন্মদিন, আর এই মাসেই ১৮ তারিখে তিনি পরোলোক গমণ করলেন।

       নদিয়া জেলার রানাঘাটের এই কবি শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন যাবৎ রানাঘাটের একটি বেসরকারি নার্সিং হোমে, আইসিইউতে ছিলেন। তিনি রানাঘাট হাসপাতাল এইচডিইউতে ভর্তি ছিলেন বলে জানা যায়। উল্লেখ্য, গত বছর দুর্ঘটনা বসত কবির সহধর্মিনী অগ্নিদগ্ধ হয়ে মারা পড়েন। কবির শারীরিক অবস্থাও ভাগতে শুরু করে।


       কবির প্রয়াণে শোক প্রকাশ করেছেন সাহিত্য সমাজ। গভীর শোক প্রকাশ করছে যুথিকা সাহিত্য পত্রিকা গোষ্ঠী। মুর্শিদাবাদ জেলার নওদা থেকে কবি ও সম্পাদক সৈয়দ শীষ মহাম্মদ জানান, আগামী ২০ ফেব্রুয়ারী কলকাতায়, শরৎ ভবনে সৈয়দ আহাসান আলী স্মৃতি রক্ষা কমিটির সাহিত্য সম্মেলনে প্রয়াত কবি কার্তিক মোদকের শোক সভা পালন করবো।



No comments:

Post a Comment